Thank you for trying Sticky AMP!!

স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধা দেবে উবার

সম্প্রতি দ্য আর্থ সোসাইটির প্রকল্প ক্র্যাক প্লাটুনের অংশীদার হয়েছে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার। স্বাস্থ্যকর্মীদের ৪০টির বেশি হাসপাতালে যাতায়াতের সুবিধা দিতে এবং কোভিড-১৯–এর সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করতে চালু হয়েছে ক্র্যাক প্লাটুন।

উবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, ক্র্যাক প্লাটুনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে হাসপাতালগুলো তাদের বৈশ্বিক দক্ষতা ও চালকদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। এতে চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীরা বাসা থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে বাসায় যাতায়াতে তাদের সার্ভিস ব্যবহার করতে পারবে।