Thank you for trying Sticky AMP!!

স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম

স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেন বাংলালিংকের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ‘ডাক্তার ভাই’ নামের একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সেবার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, স্বাস্থ্য ও চিকিৎসা–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি এই প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসাবিষয়ক বিভিন্ন সেবা পাবেন গ্রাহকেরা।

বাংলালিংকের সেবা ও প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেডের (এইচআইএসএল) সহযোগিতায় চালু করা হয়েছে প্ল্যাটফর্মটি।

ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত রেকর্ড, ওষুধের জন্য মনে করিয়ে দেওয়া, স্বাস্থ্য পরমার্শের মতো বিষয়গুলো বিনা মূল্যে পাওয়া যাবে। প্রিমিয়াম অংশে রয়েছে ডায়গনস্টিক পরীক্ষা চিকিৎসকদের পরামর্শ নেওয়ার মতো সুবিধা। প্লে স্টোরে অ্যাপটি পাওয়া যাবে।