Thank you for trying Sticky AMP!!

স্বাস্থ্যসেবা নিয়ে দ্য টু আওয়ার জবের কর্মসূচি

দ্য টু আওয়ার জবের আয়োজনে নারীদের স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি। ছবি: সংগৃহীত

নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করে অনলাইনভিত্তিক চাকরির মার্কেটপ্লেস দ্য টু আওয়ার জব। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ‘ওমেন হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ নামের এ আয়োজনে নারীদের স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি নারী পুষ্টি সমস্যায় ভুগছেন। তাঁরা স্বাস্থ্য বিষয়ে সচেতন নন। এর মধ্যে বেশির ভাগই রয়েছেন নতুন মা, যাঁরা একই সঙ্গে সংসার ও সন্তানকে সামলিয়ে নিজের শরীর-স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় করে উঠতে পারেন না। সংসারের সবাইকে ভালো রাখতে নিজের ভালো থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন।

অনুষ্ঠানে ৩০ জনের বেশি নারী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদ জয়তী মুখার্জী ও উম্মে সালমা তামান্না, দ্য টু আওয়ার জবের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার। অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি বিভাগের স্টার্টআপ প্রকল্পের পরিচালক মজিবুল হক। বিজ্ঞপ্তি