প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
# উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সায়মন আমেরিকায় থাকে। সে সম্প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে এক ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করে। এর জন্য বিচারক তাকে জেলে না পাঠিয়ে একজন কর্মকর্তার অধীনে চরিত্র সংশোধন করার নির্দেশ দিলেন।
৯। সায়মনের এ ব্যবস্থাকে কী বলা হয়?
ক. ল্যাবেলিং খ. প্রবেশন
গ. প্যারল ঘ. নিবারণ
উত্তর: খ. প্রবেশন
১০। এ ধরনের ব্যবস্থা শাস্তির ক্ষেত্রে কোন তত্ত্বের ধারণা?
ক. বিরোধমূলক খ. সংশোধনমূলক
গ. নিবারণমূলক ঘ. প্রতিকারমূলক
উত্তর: খ. সংশোধনমূলক।
একাদশ অধ্যায়
১। সামাজিক পরিবর্তনকে সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন বলেছেন কে?
ক. রবার্টসন খ. জিন্সবার্গ
গ. রস ঘ. গিলিন
উত্তর: গ. রস
২। A Hand Book of Sociology গ্রন্থের লেখক কে?
ক. অগবার্ন ও নিমকফ
খ. ম্যাক্স ওয়েবার
গ. রবার্টসন ঘ. উইলিয়াম স্কট
উত্তর: ক. অগবার্ন ও নিমকফ
৩। মার্ক্সের লেখা Communist Manifesto কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৫০ খ. ১৮৪৮
গ. ১৮৫২ ঘ. ১৮৫৭
উত্তর: খ. ১৮৪৮
৪। মার্ক্সের মতে সমাজ পরিবর্তনের সর্বশেষ ধাপ হলো—
ক. সামন্তবাদ খ. পুঁজিবাদ
গ. সাম্যবাদ ঘ. সর্বহারাবাদ
উত্তর: গ. সাম্যবাদ
৫। যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রচেষ্টা চালায়, প্যারেটোর মতে তারা হলো—
ক. শাসক এলিট খ. বিশেষ এলিট
গ. অশাসক এলিট ঘ. চতুর এলিট
উত্তর: গ. অশাসক এলিট
৬। বিবর্তন কী?
ক. ক্রম পরিবর্তন খ. বড় পরিবর্তন
গ. ধারাবাহিক পরিবর্তন ঘ. বদল
উত্তর: গ. ধারাবাহিক পরিবর্তন
৭। সামাজিক পরিবর্তন নিয়ে কার্ল মার্ক্সের ব্যাখ্যা হচ্ছে—
ক. রৈখিক খ. বহুমাত্রিক
গ. ত্রিমাত্রিক ঘ. অনুসন্ধানমূলক
উত্তর: ক. রৈখিক
৮। বাংলাদেশে বিগত দশকের তুলনায় নারী শিক্ষার হার বেড়েছে—এর দ্বারা মূলত হয়েছে?
ক. পরিবর্তন খ. উন্নয়ন
গ. প্রগতি ঘ. বিবর্তন
উত্তর: গ. প্রগতি।
# উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সালাম বিদেশ থেকে এসে দামি মোবাইল, টেলিভিশন প্রভৃতি কিনলেও এসবের সঠিক ব্যবহারবিধি না জানায় তার নানা সমস্যা হচ্ছে। এর জন্য আশপাশের লোকের সঙ্গে তার প্রায় ঝগড়া-বিবাদ হচ্ছে।
৯। সালামের বিষয়টিকে সামাজিক পরিবর্তন-সংক্রান্ত কোন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়?
ক. এলিট তত্ত্ব খ. চক্রাকার তত্ত্ব
গ. সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্ব
ঘ. বস্তুবাদী তত্ত্ব
উত্তর: গ. সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্ব
১০। এ তত্ত্বের প্রবক্তা কে?
ক. কার্ল মার্ক্স খ. অগবার্ন
গ. স্পেংলার ঘ. প্যারেটো।
উত্তর: খ. অগবার্ন।