Thank you for trying Sticky AMP!!

হোস্টিং সেবায় এক্সনহোস্টে ছাড় চলছে

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে হোস্টিংয়ে ছাড় চলছে। ছবি: সংগৃহীত

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ভার্চ্যুয়াল বিশ্বজুড়ে চলছে ছাড়ের উৎসব। ব্ল্যাক ফ্রাইডে হলো বিশ্বের শপিং দুনিয়ার বহুল প্রতীক্ষিত মেগা সেলের দিন, যা পশ্চিমা বিশ্বে থ্যাংকস গিভিং ডের পরের দিন ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পরিচিত। এদিন ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ মূল্য ছাড় দেন।

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেশের ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট হোস্টিং সার্ভিসে ২০ থেকে ৭০ শতাংশ ছাড় ঘোষণা করেছে।

এক্সনহোস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের ব্ল্যাক ফ্রাইডে অফারে এসএসএল, সাইট ট্রান্সফার, অটো ইনস্টলার, ইনস্ট্যান্ট সেটআপ সুবিধা রয়েছে। ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ অফার চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এক্সনহোস্টের ওয়েবসাইট থেকে (https://www. exonhost. com/blackfriday) থেকে কুপন কোড (BFCM 70 OFF) ব্যবহার করে ছাড়ের সুবিধা পাওয়া যাবে।

বর্তমানে বিশ্বের প্রায় ৭০ দেশে ডোমেইন-হোস্টিং সেবা দিচ্ছে বাংলাদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান এক্সনহোস্ট। ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে করপোরেট ওয়েবসাইটের জন্য ডোমেইন, ওয়েবহোস্টিংসহ বিভিন্ন সেবা দিতে কাজ করে প্রতিষ্ঠানটি।