স মা জ বি জ্ঞা ন

২০১৪ সালের এইচএসসির বিশেষ প্রস্তুতি-১০১

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
১. বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবারের ধরন কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর: খ. ৩টি
২. Ancient Society গ্রন্থের লেখক কে?
ক. রবিন ফকস খ. কার্ল মার্ক্স
গ. মর্গান ঘ. রবার্টসন
সঠিক উত্তর: গ. মর্গান
৩. জ্ঞাতি সম্পর্ক সাধারণত কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
সঠিক উত্তর: গ. ৪ প্রকার
৪. কোন সমাজবিজ্ঞানী পরিবারকে মোটামুটিভাবে স্থায়ী সংঘ হিসেবে চিহ্নিত করেন?
ক. পোপেনো খ. মর্গান
গ. অগবার্ন ও নিমকফ
ঘ. কার্ল মার্ক্স
সঠিক উত্তর: গ. অগবার্ন ও নিমকফ
৫. বিবাহের গুরুত্ব রয়েছে মূলত—
i. পরিবার গঠনের ক্ষেত্রে
ii. সামাজিক সংহতি রক্ষার ক্ষেত্রে iii. সমাজের স্থায়িত্ব রক্ষার ক্ষেত্রে
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
৬. শিশুদের আবেগীয় চাহিদা পূরণ করা পরিবারের কী ধরনের কাজ?
ক. জৈবিক কাজ
খ. মনস্তাত্ত্বিক কাজ
গ. শিক্ষামূলক কাজ
ঘ. রক্ষণাবেক্ষণমূলক কাজ
সঠিক উত্তর: খ. মনস্তাত্ত্বিক কাজ
৭. ‘পরিবার বিলুপ্ত হবে এবং এটাই কাম্য’—এটি পরিবারের ভবিষ্যৎ নিয়ে কোন দৃষ্টিভঙ্গির মূল কথা?
ক. রক্ষণশীল খ. চরমপন্থী
গ. উদারনৈতিক
ঘ. প্রগতিশীল
সঠিক উত্তর: খ. চরমপন্থী
৮. পরিবার গঠনের কারণ হলো—
i. অর্থনৈতিক নিরাপত্তা
ii. যৌনানুভূতি
iii. মানসিক প্রশান্তি
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

# উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও
কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় মাইকেলের স্ত্রী মারা যায়. স্ত্রী মারা যাওয়ার পর সে তার স্ত্রীর ছোট বোন সূচনাকে বিবাহ করে।
৯. সমাজবিজ্ঞানের ভাষায় এটা কোন বিবাহ?
ক. লেভিরেট খ. গোষ্ঠী বিবাহ
গ. অন্তর্বিবাহ ঘ. সরোগেট
সঠিক উত্তর: ঘ. সরোগেট
১০. এ ধরনের বিবাহের ক্ষেত্রে যুক্তি হলো—
i. সম্পত্তি রক্ষা
ii. আত্মীয়তার সম্পর্ক রক্ষা
iii. সন্তানের সঠিক লালনপালন
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii।

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম