
বার্জেলিয়াস পরমাণুবাদের সাহায্যে গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করার চেষ্টা করেন: র সা য় ন
চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা
বহুনির্বাচনি প্রশ্ন n অংশ-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ রসায়ন বিষয় থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৬। অ্যাভোগেড্রোর সংখ্যার মান কত?
ক. 6.02´1023 খ. 1.66´1024
গ. 2.78 ঘ. 22.4
উত্তর: ক. 6.02´1023
৭। ১ মোল অক্সিজেন = কত গ্রাম?
ক. 44g খ. 32g গ. 14g ঘ. 16g
উত্তর: খ. 32g
৮। প্রমাণ তাপমাত্রা ও চাপে অক্সিজেনের ঘনত্ব কত?
ক. 1.43 g/L খ. 1.83 g/L গ. 2.43 g/L ঘ. 2.04 g/L
উত্তর: ক. 1.43 g/L
৯। জলীয় বাষ্পের বাষ্পঘনত্ব কত?
ক. 8 খ. 9 গ. 10 ঘ.12
উত্তর: খ. 9
১০। STP-তে অক্সিজেনের ঘনত্ব কোনটি?
ক. 3.14 g/L খ. 1.43 g/L গ. 1.34 g/L ঘ. 22.4 L
উত্তর: খ. 1.43 g/L
১১। 1 gm হীরকে কার্বন পরমাণুর সংখ্যা কত?
ক. 5.02´1022 খ. 6.023´1023 গ. 12টি ঘ. 5000টি
উত্তর: ক. 5.02´1022
১২। বার্জেলিয়াস পরমাণুবাদের সাহায্যে কোন সূত্রকে ব্যাখ্যা করার চেষ্টা করেন?
ক. স্থিরানুপাত সূত্র খ. অ্যাভোগেন্ড্রোর সূত্র
গ. গ্যাস আয়তন সূত্র ঘ. বিপরীত অনুপাত সূত্র
উত্তর: গ. গ্যাস আয়তন সূত্র
অধ্যায়-৪
১। Boron নামটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি খ. লাতিন গ. আরবি ঘ. হিন্দি
উত্তর: গ. আরবি
২। রুপার প্রতীক কোনটি?
ক. Hg খ. Ag গ. Au ঘ. Pb
উত্তর: খ. Ag
৩। সালফার অণুর সঠিক সংকেত কোনটি?
ক. S খ. Si গ. S4 ঘ. S8
উত্তর: ঘ. S8
৪। কোনটি আলুুমিনিয়াম ফসফেটের সংকেত?
ক. AlPO4 খ. Al3PO4 গ. AlPO3 ঘ Al(PO4)3
উত্তর: ক. AlPO4
৫। পারক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে কোনটি?
ক. Cl2O7 খ. HClO4 গ. NaClO4 ঘ. CaClO4
উত্তর: খ. HClO4
৬। থায়োসালফেট যৌগ মূলক কোনটি?
ক. Na2S2 খ. S2O2-3 গ. AS2O3 ঘ. S3O2
উত্তর: খ. S2O2-3
৭। হাইড্রোজোয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত কোনটি?
ক. H-N=NºN খ. H-HºN=H
গ. NºN=NH ঘ. NºN-H=N
উত্তর: ক. H-N=NºN
৮। কোন যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই?
ক. CH4 খ. C6H6 গ. C6H12O6 ঘ. C2H2
উত্তর: ক. CH4
৯। কোন মূলকটি দ্বিযোজী?
ক. PH4 খ. NH4 গ. CO3 ঘ. CN
উত্তর: গ. CO3
১০। পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে কোনটি?
ক. জিংক খ. সোডিয়াম গ. পটাশিয়াম ঘ. সালফার
উত্তর: ঘ. সালফার
১১। পারক্লোরিক অ্যাসিডে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত?
K. 0.995% L. 35.3% M. 63.68%N. 32%
উত্তর: গ. 63.68%
১২। ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত কোনটি?
ক. Mg3N2 খ. Mg3(N2)3 গ. Mg2N3 ঘ. MgN3
উত্তর: ক. Mg3N2
১৩। ধনাত্মক যৌগমূলক কোনটি?
ক. SO4 খ. PO4 গ. CO3 ঘ. NH4
উত্তর: ঘ. NH4
১৪। নাইট্রোজেন অণুর গাঠনিক সংকেত কোনটি?
ক. N-N খ. N=N গ. N®N ঘ. NºN
উত্তর: ঘ. NºN।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল