
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
৯। কোনটি লেডের আকরিক?
ক. NaCI খ. ZnS গ. PbS ঘ. Fe2O3
উত্তর: গ. PbS
১০। বাত্যাচুল্লিতে আকরিক থেকে লোহা নিষ্কাশনে বিগলক হিসাবে কী ব্যবহূত হয়?
ক. চুন খ. চুনাপাথর গ. বালু ঘ. কপার পাইরাইটস
উত্তর: খ. চুনাপাথর
১১। পিগ আয়রনে কার্বনের পরিমাণ কতো?
ক. 0.1-0.25% খ. 0.25-1.5% গ. 3-6% ঘ. 2-4.5%
উত্তর: ঘ. 2-4.5%
১২। কাস্ট আয়রনে শতকরা কত ভাগ ম্যাংগানিজ থাকে?
ক. 0.10% খ. 0.4% গ. 1-1.5% ঘ. 2-4.5%
উত্তর: খ. 0.4%
১৩। কাস্ট আয়রনে কত ভাগ কার্বন থাকে?
ক. 2-4.5% খ. 2-4.4% গ. 2-3% ঘ. 2-4.05%
উত্তর: ক. 2-4.5%
১৪। ইস্পাত কী?
ক. বিশুদ্ধ আয়রন খ. স্বল্প পরিমাণ কার্বন যুক্ত আয়রন
গ. একটি মৌল ঘ. লোহার আকরিক
উত্তর: খ. স্বল্প পরিমাণ কার্বন যুক্ত আয়রন
১৫। স্টিল বা ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
ক. 0.1-0.25% খ. 0.15-1.5% গ. 2-4.5% ঘ. 1.5%
উত্তর: খ. 0.15-1.5%
১৬। ব্লিস্টার কপার হচ্ছে কী?
ক. অতি বিশুদ্ধ কপার খ. আকরিক
গ. অপদ্রব্য মিশ্রিত কপার ঘ. ৯০% কপার
উত্তর: গ. অপদ্রব্য মিশ্রিত কপার।
অধ্যায়-১৩
১। কোন ধাতুর লবণ শিখা পরীক্ষায় বেগুনি শিখার সৃষ্টি করে?
ক. পটাসিয়াম খ. ক্যালশিয়াম গ. কপার ঘ. অ্যালুমিনিয়াম
উত্তর: ক. পটাসিয়াম
২। নিচের কোন ধাতু শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না?
ক. সোডিয়াম খ. ম্যাগনেসিয়াম গ. পটাসিয়াম ঘ. কপার
উত্তর: খ. ম্যাগনেসিয়াম
৩। চুনের পানিতে অধিক্ষণ CO2 চালনা করলে কী তৈরি হয়?
ক. CaCO3 খ. Ca(HCO3)2 গ. H2CO3 ঘ. NaHCO3
উত্তর: খ. Ca(HCO3)2
৪। কোন ধাতুটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না?
ক. জিংক খ. অ্যালুমিনিয়াম গ. লেড ঘ. আয়রন
উত্তর: ঘ. আয়রন
৫. কোন ধাতুর লবণ শিখা পরীক্ষায় উজ্জ্বল হলুদ বর্ণ দেখায়?
ক. সোডিয়াম খ. পটাশিয়াম গ. ক্যালসিয়াম ঘ. অ্যালুমিনিয়াম
উত্তর: ক. সোডিয়াম
৬. কস্টিক সোডার সংকেত কী?
ক. NaOH খ. NaZnO2 গ. Na2ZnO3 ঘ. Na2ZnO4
উত্তর: ক. NaOH
৭. গ্লুবার লবণের কেলাস কোনটি?
ক. CuSO4. 10H2O খ. CuSO4. 5H2O
গ. Na2SO4. 10H2O ঘ. NH4SO4. 5H2O
উত্তর: গ. Na2SO4. 10H2O
৮. পটাশিয়াম সুপার অক্সাইডের সংকেত কোনটি?
ক. KO খ. K2O গ. KO2 ঘ. KO3. উত্তর: গ. KO2
৯. কোনটি দ্বি-লবণ?
ক. ব্লু ভিট্রিওল খ. পটাশ এলাম গ. ইপসম লবণ ঘ. ভিট্রিওল
উত্তর: খ. পটাশ এলাম
১০. ম্যাগনেসিয়াম উজ্জ্বল বর্ণের ধাতু। এর গলনাঙ্ক হচ্ছে—
ক) 6500C খ) 5500C গ) 5600C ঘ) 10000C
উত্তর: ক) 6500C
১১. ইপসম লবণের সংকেত কী?
ক. ZnSO4. 5H2O খ. CuSO4. 5H2O
গ. MgSO4. 7H2O ঘ. FeSO4. 7H2O
উত্তর: গ. MgSO4. 7H2O
১২. নিচের কোনটি স্ল্যাকেড লাইম-এর সংকেত?
ক. KOH খ. NaOH গ. CaO ঘ. Ca(OH)2
Dîi: N. Ca(OH)2
১৩. ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?
ক. Ca(OH)Cl খ. Ca(OCl)Cl
গ. Ca(OCl2)Cl ঘ. Ca(Cl2O)Cl
উত্তর: ক. Ca(OH)Cl
১৪. কোনটি সাদা ভিট্রিওয়লের সংকেত?
ক. ZnSO2. 3H2O খ. ZnSO4. 5H2O
গ. ZnSO4. 7H2O ঘ) NzSO4. H2O
উত্তর: গ. ZnSO4. 7H2O
১৫. লাল লেড কোনটি?
ক. PbO খ. PbO2 গ. Pb3O4 ঘ. PbCrO4
উত্তর: গ. Pb3O4.
শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল