Thank you for trying Sticky AMP!!

'এন্ট্রাপ্রেনারশিপ ভিসতা' কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ

উদ্যোক্তাদের জন্য ‘এন্ট্রাপ্রেনারশিপ ভিসতা’ বিশেষ কর্মশালার আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ইউকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বুকান) ও রাদিয়া আইএনসি। কর্মশালাটি ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উদ্যোক্তারা জানান, ‘এন্ট্রাপ্রেনারশিপ ভিসতা’ উদ্যোক্তাদের জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা ব্যবসায়িক উদ্যোগ শুরু করা থেকে ব্যবসাবিষয়ক নানা দিকনির্দেশনা পাবেন। ২০ থেকে ৩৫ বছর বয়সী আবেদনকারীদের মধ্য থেকে ১০০ জন অংশ নেওয়ার সুযোগ পাবেন।

কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। কর্মশালা নিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে https://www.facebook.com/events/927687090772650/ লিংকে। বিজ্ঞপ্তি।