Thank you for trying Sticky AMP!!

'নেক্সট রোবোটিকস ফ্রন্টিয়ার' শীর্ষক কর্মশালা শুরু

‘নেক্সট রোবোটিকস ফ্রন্টিয়ার’ শীর্ষক কর্মশালা

দেশে প্রথমবারের মতো রোবোটিকস ও ইন্টারনেট অব থিংস (আইওটি) নিয়ে ছয় মাসব্যাপী ‘নেক্সট রোবোটিকস ফ্রন্টিয়ার’ নামে একটি কর্মশালা শুরু হচ্ছে। এতে রোবোটিকস ও আইওটি নিয়ে বাস্তবমুখী সমস্যা ও সমাধানে বিভিন্ন কৌশলের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

আজ শনিবার রাজধানীর ইএমকে সেন্টারের ল্যাবে কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে ইনোভেশন হাব বাংলাদেশ এবং ইএমকে সেন্টার। পুরো অনুষ্ঠানের বাস্তবায়ন করছে এআই রোবোটিকস।

কর্মশালা প্রসঙ্গে এর আয়োজক ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ বলেন, ‘প্রযুক্তিতে তরুণদের উদ্ভাবনী আইডিয়াগুলো বাস্তবমুখী করতেই এই দীর্ঘমেয়াদি কর্মশালার আয়োজন। শুধু তা-ই নয়, প্রযুক্তিতে উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি করতে সাহায্য করবে এ আয়োজন। যে তরুণদের মধ্যে সৃষ্টিশীল ধারণা আছে, তাদের আমরা ছয় মাসের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তুলে আনা হবে। অংশগ্রহণকারীরা উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।’ বিজ্ঞপ্তি।