Thank you for trying Sticky AMP!!

টিন টয়ের একটি দৃশ্য

কম্পিউটারে তৈরি প্রথম ছবি হিসেবে অস্কার পেল পিক্সারের ‘টিন টয়’

২৯ মার্চ ১৯৮৯

পিক্সারের তৈরি ‘টিন টয়’ ১৯৮৯ সালের একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার পুরস্কার পায়। ‘টিন টয়’ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার জিতে নেয়। পুরোপুরি কম্পিউটারে নির্মিত চলচ্চিত্র হিসেবে অস্কার জয়ের প্রথম ঘটনা এটি।

২৯ মার্চ ১৯৮৯
কম্পিউটারে তৈরি প্রথম ছবি হিসেবে অস্কার পেল পিক্সারের ‘টিন টয়’
অ্যানিমেশন নির্মাতা প্রতিষ্ঠান পিক্সারের তৈরি টিন টয় ১৯৮৯ সালের একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার পুরস্কার পায়। টিন টয় স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার জিতে নেয়। পুরোপুরি কম্পিউটারে নির্মিত চলচ্চিত্র হিসেবে অস্কার জয়ের প্রথম ঘটনা এটি।

টিন টয়ের পোস্টার

পিক্সার বর্তমানে ডিজনির অঙ্গপ্রতিষ্ঠান। পিক্সার এখনো স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি নির্মাণ করে যাচ্ছে। পিক্সারই প্রথম পুরোপুরি কম্পিউটার অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টয় স্টোরি তৈরি করেছিল। অস্কারজয়ী টিন টয় ছবির পরিচালক ও কাহিনিকার জন ল্যাসেটার। ৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবি মুক্তি পায় ১৯৮৮ সালের ২ আগস্ট। এর নির্মাণব্যয় ছিল তিন লাখ মার্কিন ডলার।