Thank you for trying Sticky AMP!!

গিগাবাইটের অরাস জেড৭৯০ এক্স সিরিজের ১৪ প্রজন্মের মাদারবোর্ড

দেশের বাজারে ১৪ প্রজন্মের নতুন মাদারবোর্ড

বাংলাদেশের বাজারে গিগাবাইটের অরাস জেড৭৯০ এক্স সিরিজের ১৪ প্রজন্মের চারটি মডেলের মাদারবোর্ড এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ডিডিআর৫ প্রযুক্তির মাদারবোর্ডগুলোতে বায়োস অপটিমাইজেশন সুবিধার পাশাপাশি বিকল্প স্লট রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ন্যানোকার্বন আবরণ এবং থার্মাল গার্ড সুবিধা রয়েছে মাদারবোর্ডগুলোতে। পিসিআইই ইউডি স্লট এক্স সুবিধার মাদারবোর্ডগুলোতে এমডটটু এসএসডি ইনস্টলেশন প্রক্রিয়া সহজ করার জন্য এমডটটু ইজেড ল্যাচ ক্লিক সুবিধাও রয়েছে। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মডেলভেদে মাদারবোর্ডগুলোর দাম ধরা হয়েছে ৩৫ হাজার থেকে ৭০ হাজার টাকা।