ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে পাঁচ দিনের আইটিভার্স উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে পাঁচ দিনের আইটিভার্স উৎসব

কাল থেকে ঢাবিতে ‘আইটিভার্স’ উৎসব

আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে পাঁচ দিনের তথ্যপ্রযুক্তি উৎসব ‘আইটিভার্স’। সন্ধ্যা ৬টায় অনলাইনে ওয়েবভিত্তিক ইউজার ইন্টারফেস ডিজাইন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এ উৎসবের পর্দা উঠবে। বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি) আয়োজিত এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেবেন।

উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার অনলাইনে ‘সাইবার নিরাপত্তা’ প্রতিযোগিতা আয়োজন করা হবে। শুক্রবার হবে সরাসরি ‘হ্যাকাথন’ প্রতিযোগিতা। টানা ২৪ ঘণ্টা ধরে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নেবে। শনিবার হবে ‘কোড রিফ্যাকটরিং’ প্রতিযোগিতা। উৎসবের শেষ দিন রোববার ডিপ লার্নিং মডেল দিয়ে তৈরি বিভিন্ন প্রকল্প ও সফটওয়্যার প্রদর্শন করবেন শিক্ষার্থীরা। একই দিনে প্রযুক্তি খাতে নারীদের অবস্থান এবং উদ্ভাবনের প্রয়োজনীয় দিক নিয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।

উৎসবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পাঁচ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

আইটিভার্সের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সেফালো বাংলাদেশ লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, স্ট্রিমসটেক লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩, সেবপো। সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে প্রথম আলো।