ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। বিশ্বের সেরা ধনীদের একজন হয়েও কাজের ফাঁকে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নানা ধরনের অনুষ্ঠানে অংশ নিতে ভালোবাসেন তিনি। ২০২৫ সালকে বিদায় জানানোর ঠিক আগ মুহূর্তে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন জাকারবার্গ। একনজরে ছবিগুলো দেখে নেওয়া যাক।
