Thank you for trying Sticky AMP!!

প্রথম কম্পিউটার মনিটর

এল প্রথম কম্পিউটার মনিটর

১ মার্চ ১৯৭৩

জেরক্স অ্যালটো কম্পিউটার সিস্টেমের অংশ হিসেবে প্রথম কম্পিউটার মনিটর আসে।

১ মার্চ ১৯৬০

লিস্প প্রোগ্রামার নির্দেশিকা প্রকাশিত। এলআইএসপি বা লিস্পকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাতৃভাষা।

১ মার্চ ২০০৭

ইলেকট্রনিক ও বৈদ্যুতিক পণ্যে বিপজ্জনক উপাদান নিয়ে প্রথমবারের মতো আরওএইচএস প্রতীক ব্যবহার করা হয়।

১ মার্চ ২০১৩

রেজার এজ প্রো নামে প্রথম গেমিং ট্যাবলেট কম্পিউটার বাজারে আসে।

১ মার্চ ১৯৭৩
এল প্রথম কম্পিউটার মনিটর
জেরক্স অ্যালটো কম্পিউটার সিস্টেমের অংশ হিসেবে প্রথম কম্পিউটার মনিটর দেখা যায়। এই মনিটরে সিআরটি (ক্যাথোড–রে টিউব) প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এই মনিটরে সাদাকালো (মনোক্রোম) ছবি দেখা যেত।

১ মার্চ ১৯৬০
জন ম্যাককার্থির লিস্প প্রোগ্রামার নির্দেশিকা প্রকাশিত
লিস্প প্রোগ্রামার নির্দেশিকা প্রকাশিত হয়। এলআইএসপি বা লিস্পকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাতৃভাষা। বর্তমানে ব্যবহৃত উচ্চস্তরের বেশিরভাগ প্রোগ্রামিং ভাষার চেয়ে প্রাচীন হলো লিস্প। জন ম্যাককার্থি এই পুনরাবৃত্ত ও প্রতীকী ভাষা তৈরি করেছিলেন।

এই প্রতীকে বোঝানো হয় যে, বৈদ্যুতিক পণ্যে কোনো বিপদজ্জনক উপাদান নেই

১ মার্চ ২০০৭
ইলেকট্রনিক পণ্যে আরওএইচএস প্রতীকের প্রথম ব্যবহার
ইলেকট্রনিক ও বৈদ্যুতিক পণ্যে বিপজ্জনক উপাদান নিয়ে আরওএইচএস প্রতীক প্রথমবারের মতো ব্যবহার করা হয়। রেস্ট্রিকশন অব হ্যাজারডাস সাবস্ট্যানস ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইক্যুপমেন্ট (আরওএইচএস) হলো পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের একটি বিধি। এই প্রতীক দিয়ে বোঝানো হয় যে, ওই ইলেকট্রনিক বা বৈদ্যুতিক পণ্যে বিপজ্জনক উপাদান নেই।

রেজার এজ প্রো

১ মার্চ ২০১৩
প্রথম গেমিং ট্যাবলেট আনল রেজার
রেজার এজ প্রো নামে গেম খেলার উপযোগী প্রথম ট্যাবলেট কম্পিউটার বাজারে আনে রেজার। পারসোনাল কম্পিউটার গেমারদের কম্পিউটার গেম খেলার জন্য তৈরি পৃথিবীর প্রথম ট্যাবলেট এটি। এই ট্যাবটি সিনেটের ‘বেস্ট অব সিইএস ২০১২’, স্টাফ ম্যাগাজিনের ‘হট স্টাফ’, আইজিএন সাময়িকীর ‘বেস্ট অব সিইএস’ ও ল্যাপটপ ম্যাগাজিনের ‘বেস্ট অব সিইএস’ পুরস্কার পেয়েছে।