অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারের প্রথম ছবিভিত্তিক (গ্রাফিক্যাল ইন্টারফেস) অপারেটিং সিস্টেম (ওএস) এটি
অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারের প্রথম ছবিভিত্তিক (গ্রাফিক্যাল ইন্টারফেস) অপারেটিং সিস্টেম (ওএস) এটি

প্রযুক্তির এই দিনে, ১৩ মে

ম্যাকের জন্য প্রথম ছবিভিত্তিক ওএস

ম্যাকের জন্য প্রথম ছবিভিত্তিক ওএস সাংকেতিক নাম ছিল ‘বিং ব্যাং’, আসল নাম সিস্টেম-৭, তবে বেশি পরিচয় পায় ম্যাক ওএস-৭ হিসেবে

১৩ মে ১৯৯১

ম্যাকের জন্য প্রথম ছবিভিত্তিক ওএস

সাংকেতিক নাম ছিল ‘বিং ব্যাং’, আসল নাম সিস্টেম-৭, তবে বেশি পরিচয় পায় ম্যাক ওএস-৭ হিসেবে। অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারের প্রথম ছবিভিত্তিক (গ্রাফিক্যাল ইন্টারফেস) অপারেটিং সিস্টেম (ওএস) এটি। অ্যাপল ম্যাক ওএস ৭ বাজারে আনে ১৯৯১ সালের ১৩ মে। ১৯৯৭ সালে ম্যাক ওএস-৮ আসার আগপর্যন্ত এটিই ছিল ম্যাক কম্পিউটারের প্রধান ওএস। এই সিস্টেম-৭-এ যোগ হয়েছিল ভার্চ্যুয়াল মেমোরি, ব্যক্তিগত ফাইল আদান-প্রদান, কুইক টাইম, কুইক ড্র থ্রিডি এবং একটি উন্নত ইউজার ইন্টারফেস। ম্যাক ওএস এক্স ছাড়া ওএস-৭-ই অ্যাপলের ওএসগুলোর মধ্যে বেশি দিন টিকে ছিল।

লেন শুসটেক ও হ্যারি সাল ১৯৮৬ সালের ১৩ মে প্রতিষ্ঠা করেন নেটওয়ার্ক জেনারেল করপোরেশন।
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৩ মে, ১৯৮৬

নেটওয়ার্ক জেনারেল করপোরেশনের প্রতিষ্ঠা

লেন শুসটেক ও হ্যারি সাল ১৯৮৬ সালের ১৩ মে প্রতিষ্ঠা করেন নেটওয়ার্ক জেনারেল করপোরেশন। ১৯৯৭ সালে নেটওয়ার্ক অ্যাসোসিয়েটসের সঙ্গে একীভূত হওয়ার আগপর্যন্ত নেটওয়ার্ক জেনারেল করপোরেশনই ছিল কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থাপনা ও সমাধানদাতা প্রধান কোম্পানি। এর সদর দপ্তর ছিল যক্তুরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। নেটওয়ার্ক জেনারেল করপোরেশনের প্রথম পণ্য ছিল ‘দ্য স্নিফার’। এটি লোকাল এরিয়া নেটওয়ার্কের (ল্যান) যোগাযোগ প্রটোকলের সমস্যা খুঁজে বের করত।