Thank you for trying Sticky AMP!!

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল লিংক যুক্ত করবেন যেভাবে

ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্যক্তিগত বিভিন্ন তথ্যের পাশাপাশি নিজেদের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রোফাইলের লিংক যুক্ত করা যায়। এর মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সহজেই একে অপরের ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউব চ্যানেলের তথ্য জানতে পারেন। ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করে প্রোফাইলে সর্বোচ্চ পাঁচটি লিংক যুক্ত করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল লিংক যুক্ত করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

লিংক যুক্ত করার জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় থাকা ‘এডিট প্রোফাইল’ ট্যাপ করে ‘বায়ো’ অপশনের নিচে থাকা ‘অ্যাড লিংক’-এ ক্লিক করতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘লিংকস’ অপশনের নিচে থাকা ‘অ্যাড এক্সটার্নাল লিংক’ ট্যাপ করে ‘ইউআরএল’–এর ঘরে অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল লিংক লিখতে হবে। এরপর টাইটেলে থাকা লিংকের নাম লিখে ওপরের ডানদিকে ‘টিকমার্ক’ অপশনে ক্লিক করলেই যুক্ত করা লিংকটি ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাবে।