
স্মার্টফোনে যেকোনো কাজই টাচ স্ক্রিনের মাধ্যমে করতে হয়। ফলে টাচ স্ক্রিন ভালোমতো কাজ না করলে নিয়মিত কাজে ব্যাঘাত ঘটে। টাচ স্ক্রিন খুব দ্রুত বা ধীরগতির হলে প্রয়োজনীয় কাজ করতে সমস্যা হয়। তবে চাইলে সেটিংস পরিবর্তন করে টাচ স্ক্রিনের গতি কম বেশি করা যায়।
টাচ স্ক্রিনে ট্যাপ করার সময় নির্ধারণের জন্য প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে অ্যাকসেসিবিলটি অপশন নির্বাচনের পর ‘ইন্টারঅ্যাকশন অ্যান্ড ডেক্সটেরিটি’তে ট্যাপ করতে হবে। এবার নিচে স্ক্রল করে ‘টাচ অ্যান্ড হোল্ড ডিলে’ অপশন নির্বাচন করে টাচ স্ক্রিনে ট্যাপ করার সময় ০.৩ সেকেন্ড থেকে ১.৫ সেকেন্ড নির্ধারণ করতে হবে।
টাচ স্ক্রিনের পয়েন্টারের গতি পরিবর্তনের জন্য প্রথমে স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে জেনারেল ম্যানেজমেন্ট অপশন নির্বাচনের পর ‘মাউস অ্যান্ড ট্র্যাক প্যাড’ নির্বাচন করে নিজেদের প্রয়োজনমতো পয়েন্টার ও স্ক্রলিং গতি নির্ধারণ করতে হবে।