Thank you for trying Sticky AMP!!

জুম

জুম সভায় গান বা সুর যোগ করবেন যেভাবে

প্রাতিষ্ঠানিক কাজ, অনলাইন সভা, প্রশিক্ষণ বা পড়ালেখার জন্য নিয়মিত জুম ব্যবহার করেন অনেকেই। অনলাইন সভাকে আরও আকর্ষণীয় করতে ভিডিওর পটভূমিতে গানের সুরও যোগ করা যায় জুমে। ফলে আকারে বড় প্রেজেন্টেশন আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব। জুম সভায় গানের সুর যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

জুম সভায় গানের সুর যোগ করার জন্য প্রথমে কম্পিউটার বা ল্যাপটপের সাউন্ড অপশন চালু করে জুম সভায় প্রবেশ করতে। এরপর ব্রাউজারের মাধ্যমে ইউটিউব বা অন্য ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট গান বা সুর নির্বাচন করে সভা চলাকালে পর্দার নিচে থাকা শেয়ার স্ক্রিন বাটনে ক্লিক করতে হবে। পরের পৃষ্ঠায় বেসিক ট্যাবের নিচে ব্রাউজারে চালু থাকা ট্যাবটি দেখা যাবে। এবার নির্দিষ্ট সময়ে ট্যাবটিতে ক্লিক করে নিচে শেয়ার সাউন্ড অপশনের পাশে থাকা চেক মার্ক বক্স নির্বাচনের পর শেয়ার বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিন শেয়ার সুবিধা চালুর পর ইউটিউব বা ওয়েবসাইটে থাকা গান বা সুর চালু করলেই জুম সভায় অংশগ্রহণকারীরা তা শুনতে পারবেন।