
ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে পরিচিত-অপরিচিত ব্যক্তিদের ফোনে বার্তা বা এসএমএস পাঠানোর পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিয়মিত চ্যাটিং করেন অনেকে। আর এ ক্ষেত্রে দ্রুত মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন বাক্যের সংক্ষিপ্তরূপ ব্যবহার করেন কেউ কেউ। কিন্তু বাক্যের সংক্ষিপ্তরূপগুলো সম্পর্কে ধারণা না থাকলে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। বার্তা আদান-প্রদানে জনপ্রিয় ২০টি শব্দের পূর্ণরূপ জেনে নেওয়া যাক—
বার্তা আদান-প্রদানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এলওএল । সাধারণত হাস্যরসাত্মক অনুভূতি প্রকাশে এলওএল ব্যবহার করা হয়। এর পূর্ণরূপ ‘লাফ আউট লাউড’। অনেকে অবশ্য ভুল করে এটিকে ‘লটস অব লাভ’ মনে করে।
বিস্ময়ের অনুভূতি প্রকাশে ব্যবহার করা হয় ওএমজি। এর পূর্ণরূপ ‘ওহ মাই গড’।
নির্দিষ্ট কোনো বিষয় জানা না থাকলে আইডিকে লেখা হয়। এর পূর্ণরূপ ‘আই ডোন্ট নো’।
বন্ধু বা অন্য কারও সঙ্গে রসিকতা করার পর তাকে আশ্বস্ত করতে জেকে শব্দ ব্যবহার করা হয়। জেকে শব্দের পূর্ণরূপ ‘জাস্ট কিডিং’।
হাসির ঘটনায় মনের ভাব প্রকাশ করতে আরওএফএল ব্যবহার করা হয়। লল ও আরওএফএল ব্যবহারে কিছুটা পার্থক্য রয়েছে। আরওএফএল সাধারণত বেশি হাস্যরসাত্মক কোনো বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর পূর্ণরূপ ‘রোলিং অন দ্য ফ্লোর লাফিং’।
জীবন তো একটাই। এই একজীবনে তাই নিজের পছন্দের সব শখ-আহ্লাদ পূরণ করতে চান অনেকেই। অন্যদেরও জীবন উপভোগ করতে উৎসাহ দিতে ব্যবহার করা হয় ওয়াইওএলও, যার অর্থ ‘ইউ অনলি লিভ ওয়ানস’।
যোগাযোগ তো চলমান। একবার যোগাযোগ শুরু হলে বারবার কথা হয়। আবার কথা হবে বা যোগাযোগ হবে তা জানাতে ব্যবহার করা হয় এইচএমইউ। এর পূর্ণরূপ ‘হিট মি আপ’।
বিসি বলতে সাধারণত খ্রিষ্টপূর্ব বোঝালেও চ্যাটিংয়ের সময় ‘কারণ’ বোঝাতে বিসি ব্যবহার করা হয়। এর পূর্ণরূপ ‘বিকজ’।
চ্যাটিংয়ের সময় বিভিন্ন প্রয়োজনে ‘ধন্যবাদ’ শব্দ লিখতে হয়। দ্রুত ধন্যবাদ জানানোর জন্য সংক্ষেপে টিএসএক্স বা টিওয়াই বা টিওয়াইএসএম লেখা হয়। শব্দগুলোর পূর্ণরূপ থ্যাংকস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
কেউ ধন্যবাদ জানালে ফিরতি বার্তায় লেখা হয় এনপি বা ওয়াইডব্লিউ। শব্দগুলোর পূর্ণরূপ নো প্রবলেম বা ইউ আর ওয়েলকাম।
কোনো বিষয়ে হালকাভাবে অনুভূতি প্রকাশ করতে এনবিডি লেখা হয়। এর পূর্ণরূপ ‘নো বিগ ডিল’।
চ্যাটিংয়ের সময় নতুন কোনো প্রসঙ্গ উল্লেখ করার জন্য বিটিডব্লিউ লেখা হয়। এর পূর্ণরূপ ‘বাই দ্য ওয়ে’।
কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে এলএমকে ব্যবহার করা হয়। এর পূর্ণরূপ ‘লেট মি নো’।
কোনো অনুষ্ঠান বা বাড়ির উদ্দেশে যাওয়ার তথ্য জানাতে ব্যবহার করা হয় ওএমডব্লিউ। এর পূর্ণরূপ ‘অন মাই ওয়ে’।
কোনো ব্যক্তির কাছে সম্ভাব্য সময় জানতে চাওয়ার ক্ষেত্রে ইটিএ শব্দটি ব্যবহার করা হয়। এর পূর্ণরূপ ‘এস্টিমেটেড টাইম অব অ্যারাইভাল’।
কোনো ব্যক্তি বা তারকার প্রশংসা করতে জিওএটি লেখা হয়। এর পূর্ণরূপ ‘গ্রেটেস্ট অব অল টাইম’।
সরাসরি বার্তা পাঠানোর কথা জানানোর জন্য ডিএম লেখা হয়। এর পূর্ণরূপ ‘ডিরেক্ট মেসেজ’।
চ্যাটিংয়ের সময় অনেকেই বড় বার্তা পাঠিয়ে থাকেন। ফলে বার্তা পড়তে বেশি সময় প্রয়োজন হয়। বড় বার্তার বিরুদ্ধে নিজের অনুভূতি প্রকাশে টিএলডিআর শব্দটি ব্যবহার করা হয়। টিএলডিআর শব্দের পূর্ণরূপ ‘টু লং, ডিডেন্ট রিড’।
নির্দিষ্ট বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে মতামত জানানোর জন্য টিবিএইচ লেখা হয়। এর পূর্ণরূপ ‘টু বি অনেস্ট’।
কোনো বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি বা মতামত জানানোর জন্য আইএমও লেখা হয়। আইএমও শব্দের পূর্ণরূপ ‘ইন মাই ওপিনিয়ন’।