
ফেসবুকে বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে বন্ধুত্বের অনুরোধ (ফ্রেন্ড রিকোয়েস্ট) পাঠান অনেকে। কিন্তু দেখা যায়, দীর্ঘদিন পরও কেউ কেউ বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করেন না। ফলে তাঁদের অনুসারী (ফলোয়ার) হিসেবে বন্ধুত্বের অনুরোধ পাঠানো ব্যক্তির নাম দেখা যায়, যা অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে থাকে। তবে চাইলেই নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো বন্ধুত্বের অনুরোধ বাতিল করা যায়। শুধু তা–ই নয়, কোন কোন ব্যক্তি আপনার বন্ধুত্বের অনুরোধে সাড়া দেননি, তা–ও জানা যায়।
বন্ধুত্বের অনুরোধ বাতিলের জন্য কম্পিউটার থেকে ফেসবুকের ‘ফ্রেন্ডস’ ট্যাবে ক্লিক করে ‘ফ্রেন্ড রিকোয়েস্টস’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘ভিউ সেন্ট রিকোয়েস্টস’ অপশনে ক্লিক করলে বন্ধুত্বের অনুরোধে সাড়া না দেওয়া ব্যক্তিদের ফেসবুক অ্যাকাউন্টগুলো দেখা যাবে। এবার নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টের ডান পাশে থাকা ‘ক্যানসেল রিকোয়েস্ট’ ট্যাবে ক্লিক করলেই সেই ব্যক্তিকে পাঠানো বন্ধুত্বের অনুরোধ বাতিল হয়ে যাবে।
স্মার্টফোন থেকে বন্ধুত্বের অনুরোধ বাতিলের জন্য ফেসবুকে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর ফ্রেন্ডস অপশন নির্বাচনের পর ফ্রেন্ড রিকোয়েস্টের পাশে থাকা সি অল বাটন ট্যাপ করতে হবে। পরের পেজের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ভিউ ফ্রেন্ড রিকোয়েস্টস বাটন নির্বাচন করলেই বন্ধুত্বের অনুরোধে সাড়া না দেওয়া ব্যক্তিদের অ্যাকাউন্টগুলো দেখা যাবে। এবার নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টের ডান পাশে থাকা ‘ক্যানসেল রিকোয়েস্ট’ ট্যাবে ক্লিক করলে সেই ব্যক্তিকে পাঠানো বন্ধুত্বের অনুরোধ বাতিল হয়ে যাবে।