Thank you for trying Sticky AMP!!

স্ন্যাপচ্যাটেই কেনা যাবে অ্যামাজনের পণ্য

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিনির্ভর ভার্চ্যুয়াল দোকান চালু করবে বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। এ সুবিধা চালু হলে নিজেদের পছন্দমতো বিভিন্ন ব্র্যান্ডের পণ্য অ্যামাজনের ভার্চুয়াল দোকান থেকে কেনা যাবে। অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিনির্ভর দোকানটিতে পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখও করা যাবে। ফলে পোশাক ছোট বা বড় হবে না। ভার্চ্যুয়াল দোকান চালুর জন্য এরই মধ্যে স্ন্যাপচ্যাটের সঙ্গে চুক্তি করেছে অ্যামাজন।

ব্যবহারকারীদের ভার্চ্যুয়ালি পণ্য কেনার সুযোগ দিতে গত বছর অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিনির্ভর এআর শপিং সুবিধা চালু করে স্ন্যাপচ্যাট। বিভিন্ন লেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি পণ্যের আকার ও রং পছন্দের সুযোগ থাকায় এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এআর শপিং। সূত্র: টেক ক্রাঞ্চ