Thank you for trying Sticky AMP!!

জুম

এআইভিত্তিক ‘জুম ওয়ার্কপ্লেস’ আনছে জুম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘জুম ওয়ার্কপ্লেস’ চালু করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন জুম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বর্তমানের তুলনায় আরও সহজে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি বিভিন্ন কাজ করা যাবে। জুমের তথ্যমতে, প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট ‘এআই কম্প্যানিয়ন’ যুক্ত করার পাশাপাশি অনলাইন বৈঠকের বিভিন্ন সুবিধাও বাড়ানো হবে।

খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) জুম কর্তৃপক্ষ জানিয়েছে, সহজে প্রাতিষ্ঠানিক কাজ করার পাশাপাশি কর্মীদের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর জন্য জুম ওয়ার্কস্পেস প্ল্যাটফর্মে চ্যাটিংয়ের মতো বিভিন্ন টুল যুক্ত করা হবে। প্রাতিষ্ঠানিক কাজ সহজ করার জন্য এআই কম্পেনিয়নও থাকবে। ফলে প্ল্যাটফর্মটিতেই প্রাতিষ্ঠানিক সব কাজ দ্রুত করা যাবে।

জুমের তথ্যমতে, জুম ওয়ার্কপ্লেসে এআই কম্পেনিয়ন চ্যাটবট ব্যবহার করে বৈঠকের সারাংশ, বার্তা ও ই–মেইল স্বয়ংক্রিয়ভাবে লেখা যাবে। এ ছাড়া ‘আসক এআই কম্পানিয়ন’ নামের সুবিধা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তরও দ্রুত জানার সুযোগ মিলবে। আগামী মাসে জুম ওয়ার্কপ্লেস চালু করা হতে পারে। প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে ‘জুম প্রো’ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস৩০ ডটকম