চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি

চ্যাটজিপিটিতে পণ্য কেনাকাটার সুবিধা চালু করছে ওপেনএআই

ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতা লিখে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেওয়ায় অনেকেই নিয়মিত চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করেন। এবার চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি অনলাইনে পছন্দের পণ্য খুঁজে পাওয়ার পাশাপাশি কেনাও যাবে।

ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাটজিপিটিতে পরীক্ষামূলকভাবে ‘শপিং’ সুবিধা চালু করা হয়েছে। সুবিধাটি চালু করে ব্যবহারকারীরা কোনো পণ্যের নাম লিখলে সেটি কোথা থেকে কেনা যাবে, তা জানাবে চ্যাটজিপিটি। ব্যবহারকারীরা সেই পণ্য কিনলে, সংশ্লিষ্ট বিক্রেতা প্রতিষ্ঠান থেকে বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ লাভ হিসেবে পাবে ওপেনএআই।

চ্যাটজিপিটিতে পণ্য কেনাকাটার সুবিধা অনেকটা গুগলের প্রচলিত অ্যাফিলিয়েট বিপণন পদ্ধতির মতো। নতুন এই সুবিধা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ওপেনএআই জনপ্রিয় ইকমার্স মাধ্যম শপিফাই এর সঙ্গে অংশীদারত্বে যেতে পারে। এতে প্রতিষ্ঠানটির আয়ের নতুন একটি উৎস তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিংকম্পিউটার জানিয়েছে, চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে ইতিমধ্যে ‘শপিং’, ‘চেকআউট’ ও ‘অর্ডার’ নামের কয়েকটি নতুন অপশন বা টগল যুক্ত করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে, সুবিধাটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অবশ্য এই সুবিধা কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ওপেনএআই।

সূত্র: ব্লিপিং কম্পিউটার