
গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ের সক্ষমতা অর্জনের প্রমাণ দেখিয়েছে ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল। পরীক্ষামূলকভাবে তৈরি এআই মডেলটি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ২০২৫–এর পরীক্ষায় অংশ নিয়ে ৪২ নম্বরের মধ্যে ৩৫ নম্বর পেয়েছে, যা প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের জন্য যথেষ্ট।
ওপেনএআইয়ের প্রযুক্তি বিভাগের কর্মকর্তা আলেকজান্ডার ওয়েই জানান, পরীক্ষাটি হয়েছে নিয়মিত আইএমও পরীক্ষার মতো পরিবেশে। ইন্টারনেট বা বাইরের কোনো সহায়তা ছাড়াই পরীক্ষায় অংশ নিয়েছে এআই মডেলটি। ছয়টি গাণিতিক সমস্যার মধ্যে পাঁচটি সফলভাবে সমাধান করেছে মডেলটি। প্রতিটি সমস্যার পূর্ণ বিবরণ পড়ে তা বিশ্লেষণ করে প্রাকৃতিক ভাষায় যুক্তিসম্পন্ন প্রমাণ তৈরি করেছে এআই।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওয়েই বলেন, ‘২০২১ সালে আমার পিএইচডি উপদেষ্টা আমাকে জিজ্ঞেস করেছিলেন, ২০২৫ সালের মধ্যে এআই গণিতে কতটা অগ্রসর হতে পারবে। তখন আমি ধারণা করেছিলাম, ৩০ শতাংশ স্কোর করাই হবে বড় সাফল্য। কিন্তু এখন আমরা গণিতে অলিম্পিয়াডের স্বর্ণপদক জয়ের মান অর্জন করেছি। এআই মডেলটি যেসব প্রমাণ তৈরি করেছে, তা তিনজন সাবেক আইএমও পদকজয়ী ব্যক্তি স্বাধীনভাবে যাচাই করেছেন এবং তাঁরা মডেলটিকে ৩৫ নম্বর দেওয়া বিষয়ে একমত হয়েছেন।’ তবে এ বিষয়ে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি মার্কাস জানিয়েছেন, এই ফল এখনো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কর্তৃপক্ষের দ্বারা স্বীকৃত নয়।
চলতি বছরই গুগল ডিপমাইন্ড ‘আলফাজিওমেট্রি ২’ নামে একটি মডেল উন্মোচন করে। যা জটিল জ্যামিতিক সমস্যা সমাধানে অলিম্পিয়াডজয়ী শিক্ষার্থীদের মান অর্জনের দাবি করেছিল। তবে ওপেনএআইয়ের এ মডেলকে ধরা হচ্ছে আরও বড় অর্জন হিসেবে। কারণ, এটি কেবল নির্দিষ্ট বিষয়ে দক্ষ কোনো মডেল নয়। সাধারণ বুদ্ধিমত্তাভিত্তিক (জেনারেল ইন্টেলিজেন্স) প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে মডেলটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস