Thank you for trying Sticky AMP!!

জেমিনি

গুগলের বার্ড এখন ‘জেমিনি’

বাজারে আসার এক বছরের মধ্যেই নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) ‘বার্ড’ চ্যাটবটের নাম পরিবর্তন করে ‘জেমিনি’ রেখেছে গুগল। নতুন এ উদ্যোগের ফলে গত ডিসেম্বরে বাজারে আসা গুগলের অপর এআই চ্যাটবট ‘জেমিনি’র সঙ্গে একীভূত করা হয়েছে বার্ড চ্যাটবটকে। গতকাল বৃহস্পতিবার গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এ ঘোষণা দেন।

এক ব্লগ বার্তায় সুন্দর পিচাই জানিয়েছেন, গত ডিসেম্বরে জেমিনি চালুর মাধ্যমে লেখা, ছবি, ভিডিও ও অডিও ব্যবহারে এআই প্রযুক্তিকে আরও সহজলভ্য করা হয়েছে। আর তাই জেমিনি এখন চ্যাটবটের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে জেমিনি কোটি মানুষের নিত্যব্যবহার্য পণ্য, নির্মাতা ও ব্যবসায়িক উদ্ভাবনের পুরো ইকোসিস্টেমে ব্যবহার করা হচ্ছে। এতদিন বার্ড ও জেমিনি আলাদা থাকলেও এবার একই নামে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সব সেবা পরিচালনা করা হবে।

Also Read: বাবাকে লেখা প্রথম ই-মেইলের যে জবাব পেয়েছিলেন সুন্দর পিচাই

গুগলের তথ্যমতে, জেমিনির ওয়েব সংস্করণ ৪০টির বেশি ভাষায় ব্যবহার করা যায়। এ ছাড়া অ্যানড্রয়েড এবং আইওএস অ্যাপও রয়েছে জেমিনির। প্রো ১–ভিত্তিক এআই মডেলের জেমিনি অ্যাপ বিনা মূল্যে ব্যবহার করা গেলেও বড় আকারের কাজের জন্য রয়েছে ‘জেমিনি অ্যাডভান্সড’ সংস্করণ। প্রতি মাসে ২০ মার্কিন ডলারের বিনিময়ে সহজেই ব্যবহার করা যায় সংস্করণটি।

Also Read: শুরুতেই বাংলাদেশের নাম উচ্চারণ করলেন সুন্দর পিচাই

উল্লেখ্য, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র সঙ্গে পাল্লা দিতে গত বছরের মার্চ মাসে বার্ড চ্যাটবট উন্মুক্ত করে গুগল। চ্যাটবটটি গুগলের এলএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন) প্রযুক্তি কাজে লাগিয়ে ইংরেজি ভাষায় করা যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত দিতে পারে। শুধু তা-ই নয়, জিমেইলের ইনবক্সে থাকা বিভিন্ন ই-মেইলের পাশাপাশি গুগল ডকস থেকেও প্রয়োজনীয় তথ্য খুঁজে দেয়।

সূত্র: ম্যাশেবল