Thank you for trying Sticky AMP!!

কৃত্রিম বুদ্ধিমত্তা

কত দিন বাঁচবেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সেটাও কি অনুমান করবে

জীবন-মৃত্যু নিয়ে মানুষের আগ্রহ সব সময় ছিল। একজন মানুষের আয়ুষ্কাল কত হতে পারে, এ নিয়েও অনেকের আগ্রহ দেখা যায়। অনেকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জ্যোতির্বিদের কাছেও শরণাপন্ন হয়ে থাকেন। তবে সব সময় প্রকৃত ফল জানা যায় না। এবার বিজ্ঞানীরা বিশেষ একটি কম্পিউটার টুল নিয়ে এসেছেন, যার মাধ্যমে একজন মানুষ সম্ভাব্য কত দিন বেঁচে থাকবেন, তার পূর্বানুমান করা যাবে।

ডেনমার্কের বিজ্ঞানীদের তৈরি এ প্রকল্পের নাম লাইফটুভেক। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের অধ্যাপক সুনে লেহম্যান বলেন, পর্যাপ্ত তথ্য দেওয়া হলে তাদের প্রকল্পের মাধ্যমে একজন মানুষ সম্ভাব্য কত দিন বেঁচে থাকবেন, সে ব্যাপারে অনুমান করা যাবে। টুলটির মাধ্যমে একজন ব্যক্তির ক্যানসার কিংবা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ার পূর্বানুমানও পাওয়া যাবে। এমনকি কোনো ব্যক্তি অর্থ ব্যবস্থাপনায় কেমন দক্ষ, সেটিও জানা যাবে। টুলটি চ্যাটজিপিটির মতোই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর। তবে চ্যাটজিপিটির মতো এই টুলে চ্যাটিং করার সুযোগ নেই; বরং এই টুলে একজন ব্যক্তির জন্ম, শিক্ষাসহ বিভিন্ন প্রাথমিক তথ্য দিতে হয়।

লাইফটুভেক প্রকল্পের আওতায় টুলটিকে ডেনমার্কের প্রায় ৬০ লাখ মানুষের তথ্য দিয়ে কাজ করানো হয়েছে। যেখানে এই মানুষদের নাম বাদে অন্যান্য প্রাথমিক তথ্য দেওয়া হয়। দেখা যায়, ৭৮ শতাংশ ক্ষেত্রে টুলটি প্রায় যথার্থভাবে জানাতে পেরেছে, কোনো ব্যক্তির স্বাস্থ্যগত জটিলতা রয়েছে কি না। ৭৩ শতাংশ ক্ষেত্রে জানাতে পেরেছে, কোনো ব্যক্তি অন্য দেশে বা শহরে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছে কি না।

টুলটি সাধারণত একজন মানুষের বিগত আট বছরের তথ্য বিশ্লেষণ করে সেই ব্যক্তির পরবর্তী চার বছর সম্পর্কের ভবিষ্যদ্বাণী করতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে