Thank you for trying Sticky AMP!!

নগদ অর্থের লেনদেনে এটিএম এখন সারা পৃথিবীতে জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ব্যাংকে প্রথম এটিএম চালু

২ সেপ্টেম্বর ১৯৬৯

ডালাসের প্রকৌশলী ডোনাল্ড ওয়েজেল কোনো ব্যাংকের সঙ্গে যুক্ত করে প্রথম অটোমেটেড টেলার মেশিন বা এটিএম তৈরি করেন।

২ সেপ্টেম্বর ১৯৯৭

দাবাড়ু সুপারকম্পিউটার উন্নত করার ঘোষণা দেয় আইবিএম।

২ সেপ্টেম্বর ২০১০

স্যামসাং প্রথম ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দেয়।

২ সেপ্টেম্বর ১৯৬৯
যুক্তরাষ্ট্রে ব্যাংকের মাধ্যমে প্রথম এটিএম চালু
যুক্তরাষ্ট্রের ডালাসের প্রকৌশলী ডোনাল্ড ওয়েজেল কোনো ব্যাংকের সঙ্গে যুক্ত করে প্রথম অটোমেটেড টেলার মেশিন বা এটিএম তৈরি করেন। নিউইয়র্কের রকভিল সেন্টারে কেমিক্যাল ব্যাংকের শাখায় এই এটিএম স্থাপন করা হয়। এরপর সমগ্র দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে নগদ অর্থ লেনদেনের স্বয়ংক্রিয় এই যন্ত্র।

আইবিএমের ডিপ ব্লু সুপারকম্পিউটার

২ সেপ্টেম্বর ১৯৯৭
দাবাড়ু সুপারকম্পিউটার উন্নত করার ঘোষণা দেয় আইবিএম
১৯৯৭ সালের মে মাসে দাবা খেলার উপযোগী ডিপ ব্লু কম্পিউটার বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হাড্ডাহাড্ডি লড়াইতে হারিয়ে দেওয়ার পর আইবিএম মনে করে আরও দ্রুতগতির ও শক্তশালী সুপারকম্পিউটার তৈরি করা প্রয়োজন। তাই ১৯৯৭ সালের ২ সেপ্টেম্বর আইবিএম আরএস/৬০০০ এসপি মডেলের প্যারালাল সুপারকম্পিউটারের ঘোষণা দেয়। নতুন মাইক্রোপ্রসেসর ও আরও নিখুঁত কিছু সফটওয়্যারের কারণে এটি ডিপ ব্লুর চেয়ে ৫৮ শতাংশ দ্রুত গতির ছিল। তবে এ ব্যাপারে তখন কাসপারভের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গ্যালাক্সি ট্যাব

২ সেপ্টেম্বর ২০১০

স্যামসাং প্রথম ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দেয়
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং প্রথমবারের মতো ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দেয়। গ্যালাক্সি ট্যাব মডেলের এই ট্যাবলেট চলে অ্যান্ড্রয়েড অপারটিং সিস্টেমে। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ মেলায় ঘোষণা দিলেও গ্যালাক্সি ট্যাব বাজারে আসে একই বছরের ৫ নভেম্বর। শুরুতে ৭.৭, ৮.৯ ও ১০.১ ইঞ্চি—এ তিন আকারের ট্যাবলেট বাজারে পাওয়া যায়। ওয়াই–ফাই, জিপিএস এবং থ্রিজি/ফোরজি/ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করত এই ট্যাব।