Thank you for trying Sticky AMP!!

গুগল মিটে এইচডি মানের ভিডিও আদান-প্রদান করা যাবে

গুগল মিটে এইচডি মানের ভিডিও দেখা যাবে

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে ভিডিও কল করেন অনেকেই। কিন্তু ভিডিওর মান খারাপ হলে স্বাচ্ছন্দ্যে কথা বলা যায় না। শুধু তা-ই নয়, অফিসের গুরুত্বপূর্ণ বৈঠকের সময় প্রেজেন্টেশনের ভিডিও ভালোভাবে দেখা না গেলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানে এইচডি (হাই ডেফিনেশন) মান বা ফরম্যাটে ভিডিও আদান-প্রদানের সুযোগ চালু করেছে গুগলের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার গুগল মিট।

নতুন এ সুবিধা চালুর ফলে গুগল মিটে ভিডিও কল করার আগে ১০৮০পি ফরম্যাট নির্বাচন করলেই ব্যবহারকারীরা এইচডি মানের ভিডিও দেখতে পারবেন। ফলে গুরুত্বপূর্ণ বৈঠকের ছবি বা প্রেজেন্টেশন স্পষ্ট দেখা যাবে। প্রাথমিকভাবে শুধু কম্পিউটারে এইচডি মানের ভিডিও দেখার সুযোগ মিলবে।

Also Read: গুগল মিটে যৌথভাবে স্লাইড উপস্থাপন করা যাবে

গুগল মিটের তথ্যমতে, নতুন এ সুবিধা শুধু গুগল ওয়ানের নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এইচডি মানের ভিডিও দেখার জন্য কম্পিউটারে দুই টেরাবাইট জায়গা খালি থাকার পাশাপাশি ১০৮০পি ফরম্যাটের ওয়েবক্যাম ব্যবহার করতে হবে।
সূত্র: এনডিটিভি

Also Read: ভিডিও কলের সময় নির্দিষ্ট ফ্রেম মুছে ফেলার সুযোগ দেবে গুগল মিট