গুগল
গুগল

ওয়েবসাইটের তথ্য গুগলের বার্ড ব্যবহার করতে পারবে কি না, তা নির্ধারণ করা যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ সমৃদ্ধ করতে প্রশিক্ষণ দিতে ইন্টারনেটে থাকা বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করা হয়। এতে করে তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এবার ওয়েবসাইটের কোন তথ্য গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট বার্ড এবং পরবর্তী এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবে, তা ব্যবহারকারীরা নির্ধারণ করে দিতে পারবেন। এ জন্য ‘গুগল এক্সটেনডেড’ নামে নতুন একটি সুবিধা আনার ঘোষণা দেওয়া হয়েছে। এক ব্লগে এ তথ্য জানিয়েছে গুগল।

‘ইউজার-এজেন্ট: গুগল এক্সটেনডেড’ সুবিধাটি ব্যবহারকারী বা ওয়েব প্রকাশকদের তাঁদের কনটেন্ট বা আধেয় নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি করে দেবে। ফলে গুগল বার্ড বা ভবিষ্যৎ প্রজন্মের এআই ওয়েবসাইট থেকে কোন আধেয়র তথ্য নিতে পারবে, তা নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে একই সঙ্গে এআই চ্যাটবটের প্রদান করা তথ্য আরও নির্ভরযোগ্য হবে। ওয়েবসাইটের রোবটস ডটটিএক্সটিতে এই গুগল এক্সটেনডেড থাকবে।

অবশ্য গুগল দাবি করে আসছে যে প্রতিষ্ঠানটির তৈরি চ্যাটবট বার্ডকে প্রশিক্ষণ দেওয়ার সময় তথ্য সংগ্রহের এসব নৈতিক বিষয় মাথায় রাখা হয়েছে। যার ফলে বার্ডের কারণে ব্যবহারকারীর নিরাপত্তাঝুঁকি তৈরির শঙ্কা নেই। ব্লগে গুগলের ভাইস প্রেসিডেন্ট (ট্রাস্ট) ড্যানিয়েল রোমেন বলেছেন, ওয়েব প্রকাশকেরা তাঁদের ওয়েব আধেয় জেনারেটিভ এআইয়ে কীভাবে ব্যবহৃত হয়, তার ওপর নিয়ন্ত্রণ পাওয়ার বিষয়টির কথা বলে আসছেন।

এদিকে ওয়েব পাবলিশিং প্ল্যাটফর্ম মিডিয়াম সম্প্রতি ওয়েবসাইট আধেয় থেকে তথ্য সংগ্রহের প্রোগ্রাম (ক্রলার) ব্লক করার ঘোষণা দিয়েছে।

সূত্র: টেকক্রাঞ্চ