Thank you for trying Sticky AMP!!

টিকটকে পণ্যও কেনা যাবে

টিকটক থেকে পণ্য কেনাও যাবে

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। টিকটকে ভিডিও পোস্ট করে তারকাও হয়ে গেছেন অনেকে। আর তাই অনেকেই টিকটক তারকাদের পড়া পোশাক বা ব্যবহার করা পণ্য কিনতে চান। বিষয়টি মাথায় রেখে এবার অ্যাপের মধ্যেই পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে চীনের ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি।

ভিডিও দেখার পাশাপাশি অ্যাপ থেকে পণ্য কেনার সুযোগ দিতে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ‘ট্রেন্ডি বিট’ নামের শপিং সুবিধা চালু করেছে টিকটক। প্রাথমিকভাবে যুক্তরাজ্যের নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী এ সুবিধা কাজে লাগিয়ে টিকটক থেকে পণ্য কিনতে পারবেন। টিকটকের তথ্যমতে, নতুন এ শপিং সুবিধা কাজে লাগিয়ে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ভিডিওগুলোতে থাকা বিভিন্ন পোশাক বা পণ্য কেনা যাবে।

Also Read: টিকটক ভিডিও থেকে সরাসরি আয় করতে পারবেন নির্মাতারা

জনপ্রিয় ভিডিওগুলোতে থাকা পোশাক বা পণ্যগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে টিকটক। ফলে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পছন্দের তারকাদের পড়া পোশাক বা অন্য পণ্য কিনতে পারবেন। এসব পণ্য সংগ্রহ থেকে শুরু করে ক্রেতাদের ঠিকানায় পৌঁছে দেবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।

Also Read: টিকটকের ভিডিও নামাবেন যেভাবে

টিকটকের তথ্যমতে, কয়েক বছর ধরেই অনলাইনে পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের। নতুন এ শপিং সুবিধায় অ্যাপের ভেতরেই পণ্য কেনার সুযোগ পাওয়া যাবে। ফলে টিকটক ব্যবহারকারী অনলাইনে পণ্য কেনাকাটায় নতুন অভিজ্ঞতা পাবেন।
সূত্র: লাইভমিন্ট

Also Read: বাংলাদেশে টিকটকের দূত হলেন এই ৬ তারকা