জেমস ওয়েব টেলিস্কোপে তোলা ছবি
জেমস ওয়েব টেলিস্কোপে তোলা ছবি

জেমস ওয়েব টেলিস্কোপের ছবি দেখানোর প্রলোভনে ম্যালওয়্যার আক্রমণ

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাকাশের ছবি দেখানোর প্রলোভনে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে একদল হ্যাকার। মহাকাশের গোপন রহস্যের সমাধান জানতে আগ্রহী অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার জেমস ওয়েব টেলিস্কোপে তোলা ছবি দেখতে আগ্রহী। আর এ আগ্রহকে কাজে লাগিয়েই নাসার প্রকাশ করা ছবির মাধ্যমে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা জেমস ওয়েব টেলিস্কোপে তোলা ছবিতে ম্যালওয়্যারযুক্ত কোড ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ই–মেইল পাঠাচ্ছে। অনলাইন থেকে ছবি নামালেই ব্যবহারকারীদের যন্ত্রে গোপনে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য সংগ্রহের পাশাপাশি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে।

সাইবার হামলার এ ঘটনা প্রথম শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সিকিউরনিক্সের একজন গবেষক। তিনি দাবি করেছেন, সাধারণ কোনো অ্যান্টিভাইরাস ম্যালওয়্যারটি শনাক্ত করতে পারে না। এর ফলে ব্যবহারকারীদের অজান্তেই তথ্য সংগ্রহ করতে থাকে ম্যালওয়্যারটি।

এ বিষয়ে সিকিউরনিক্সের ভাইস প্রেসিডেন্ট অগাস্টো ব্যারোস জানান, জেমস ওয়েব টেলিস্কোপের তোলা প্রথম ছবির জনপ্রিয়তাকে কেন্দ্র করেই মূলত এ সাইবার হামলা চালানো হচ্ছে। কারণ, ছবিটি নামানোর সময় কোনো অ্যান্টিভাইরাস ম্যালওয়্যার শনাক্তের সতর্কবার্তা দিলেও অনেকে তা এড়িয়ে যান। এর ফলে ব্যবহারকারীদের যন্ত্রে সহজেই ম্যালওয়্যার প্রবেশ করছে।
সূত্র: ডেইলি মেইল