Thank you for trying Sticky AMP!!

হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে ফেলার সময় বাড়ছে

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা মুছে যাওয়ার সময় ১ বছর আগেই নির্ধারণ করা যাবে

হোয়াটসঅ্যাপের ডিজঅ্যাপিয়ারিং মেসেজ সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়। এ সুবিধা দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় পাঠানো বার্তা মুছে যাওয়ার সময় বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ। এ জন্য কাজও  শুরু করেছে অ্যাপটি। নতুন এ সুবিধা চালু হলে আগামীতে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা মুছে যাওয়ার সময় ১ বছর আগেই নির্ধারণ করা যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপের ডিজঅ্যাপিয়ারিং মেসেজ সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তা ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়। নতুন এ সুবিধা চালু হলে বর্তমান সুবিধার পাশাপাশি ১ ঘণ্টা, ৩ ঘণ্টা, ৬ ঘণ্টা, ১২ ঘণ্টা, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ১৪ দিন, ২১ দিন, ৩০ দিন, ৬০ দিন, ১৮০ দিন এবং ১ বছর আগে বার্তা মুছে যাওয়ার সময় নির্ধারণ করা যাবে।

দীর্ঘদিন থেকেই পাঠানো বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার সময় পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করেই মূলত পাঠানো বার্তা মুছে যাওয়ার সময় বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া