ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে সাইবার হামলা চালাতে পারে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। নিরাপদ থাকতে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ (১০৪.০. ৫১১২.১০২/১০১) ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।
নিরাপত্তা ত্রুটি শনাক্তের পরপরই তড়িঘড়ি করে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। সংস্করণটিতে ১১টি নিরাপত্তা ত্রুটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাই সংস্করণটি ব্যবহার করলে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে।
নিরাপত্তা ত্রুটির থাকার কথা স্বীকার করে গুগল জানিয়েছে, ত্রুটিগুলোর মধ্যে একটি ভয়ংকর, যেটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধ করতে পারে। তাই যত দ্রুত সম্ভব ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।
সূত্র: দ্য ভার্জ