
পোস্ট করা টুইট (টুইটারে দেওয়া বার্তা) কতজন দেখেছেন, তা জানার সুযোগ দিতে ২২ ডিসেম্বর টুইট ভিউ কাউন্ট সুবিধা চালু করে টুইটার। কিন্তু এ সুবিধা চালুর পরপরই বেশ কিছু ব্যবহারকারীর কাছ থেকে বিরূপ মন্তব্য শুনতে হচ্ছে খুদে ব্লগ লেখার সাইটটিকে। অনেকে এ সুবিধা অকার্যকর বলে দাবি করেছেন।
ব্যবহারকারীদের বিরূপ মন্তব্যের জেরে এবার টুইট ভিউ কাউন্ট সুবিধা বন্ধ করার সুযোগ দেবে টুইটার। ফলে ভবিষ্যতে ব্যবহারকারীরা চাইলে টুইটের ভিউ কাউন্ট সুবিধা বন্ধ রাখতে পারবেন। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনে টুইটের ভিউ কাউন্ট সুবিধা ব্যবহার করা যায়। এ জন্য টুইটার অ্যাপে ভিউ কাউন্ট আইকনও যুক্ত করেছে টুইটার।
সূত্র: এনডিটিভি