Thank you for trying Sticky AMP!!

মস্তিষ্কের তরঙ্গ শিথিল করে ঘুম এনে দিতে সাহায্য করবে এই ব্যান্ড

ঘুমপাড়ানি ফ্রেনজ ব্রেনব্যান্ড

‘ঘুমপাড়ানি মাসি-পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই খোকার চোখে বসো।’ এই ছড়া শুনিয়ে শিশুদের ঘুম পাড়ান অনেকে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে মস্তিষ্কের তরঙ্গ শিথিল করে ব্যবহারকারীদের ঘুম পাড়াবে ফ্রেনজ ব্রেনব্যান্ড।

ইয়ারাবল নিউরোসায়েন্সের তৈরি ব্যান্ডটি মস্তিষ্কের তরঙ্গ শনাক্ত করে ফোন থেকে ঘুমপাড়ানি বিভিন্ন গান বা সুর বাজাতে থাকে। ফলে ধীরে ধীরে স্নায়ু শিথিল হয়ে ব্যবহারকারী ঘুমিয়ে পড়েন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) দেখা মিলেছে এই ব্যান্ডের।
সূত্র: এএফপি