Thank you for trying Sticky AMP!!

জিগি

পার্কিং লটে জায়গা রাখবে, চার্জও করবে রোবটটি

স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে পারে জিগি। ঘুরে ঘুরে বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে সক্ষম রোবটটি ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। পথে চলার সময় স্মার্টফোনে থাকা ‘জিগি’ অ্যাপে গাড়ি চার্জের কথা জানালেই আশপাশে থাকা জিগি রোবটের অবস্থানের তথ্য জানা যাবে।

Also Read: সহায়তাকারী রোবট

গাড়ি চার্জের বুকিং দিলেই ভবনের নির্দিষ্ট ভবনে পার্কিং লটে জায়গা রাখবে রোবটটি। শুধু তা–ই নয়, নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে স্থান পরিবর্তন করে গাড়ি চার্জ করতে শুরু করবে। চার্জ শেষ হলে অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইভি সেফ চার্জ এই রোবট চার্জ সুবিধা চালু করেছে।

সূত্র: ম্যাশেবল

Also Read: কারও সাহায্য ছাড়াই কাজ করে প্রোটিয়াস