
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বের স্মার্টফোন বাজারে সবচেয়ে বেশি বিক্রীত ফোনের তালিকায় শীর্ষস্থানে রয়েছে অ্যাপলের আইফোন–১৫। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, গ্রাহকের চাহিদা ও কৌশলগত মূল্য নির্ধারণের কারণে আইফোন–১৫ এখন সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোন।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, সর্বাধিক বিক্রীত স্মার্টফোনের তালিকায় আইফোন–১৫। এর পরেই রয়েছে আইফোন–১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৫–প্রো। তবে শীর্ষ দশের তালিকায় অন্য সময়ের তুলনায় আইফোনের সংখ্যা কমেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রথমবার তৃতীয় প্রান্তিকে আইফোনের মোট বিক্রির অর্ধেকেরও বেশি এসেছে প্রো সংস্করণগুলো থেকে। ফলে অ্যাপলের বেশি দামের ফোন কেনার প্রবণতা বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশি দামের স্মার্টফোনের চাহিদা বাড়ছে, যা আইফোনের সাধারণ ও প্রো সংস্করণের মধ্যে বিক্রির পার্থক্য কমিয়ে আনছে। পাশাপাশি আর্থিক সুবিধা ও ‘ট্রেড–ইন’ অফার আইফোন–১৫–এর বিক্রি বাড়াতে ভূমিকা রাখছে। সর্বাধিক বিক্রীত দশটি স্মার্টফোনের তালিকায় পাঁচটি স্যামসাংয়ের তৈরি স্মার্টফোন। তালিকায় রয়েছে অ্যাপলের চারটি স্মার্টফোন এবং শাওমির একটি স্মার্টফোন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের পর প্রথমবারের মতো গ্যালাক্সি–এস সিরিজের একটি মডেল তৃতীয় প্রান্তিকের শীর্ষ দশে স্থান পেয়েছে। গ্যালাক্সি এস–২৪ টানা তিনবার শীর্ষ দশে নিজের অবস্থান রেখেছে। আর্থিক সুবিধার জন্য আইফোন–১৫–এর বিক্রি বাড়লেও স্যামসাং গ্যালাক্সি এস–২৪ সিরিজের বিক্রি বেড়েছে মূলত স্মার্টফোনটির জেনারেটিভ এআই প্রচারণার কারণে।
এ ছাড়া গ্যালাক্সি এ সিরিজের চারটি স্মার্টফোন সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যের হওয়ায় ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়েছে। অন্যদিকে শাওমির রেডমি ১৩সি দ্বিতীয় প্রান্তিকের মতো এবারও শীর্ষ দশে স্থান পেয়েছে। সাশ্রয়ী মূল্যের কারণে ক্রেতাদের কাছে ফোনটি জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপল ইন্টেলিজেন্স এবং জেনারেটিভ এআই ব্যবহারের কারণে আইফোন ও স্যামসাংয়ের স্মার্টফোনের চাহিদা আরও বাড়বে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া