Thank you for trying Sticky AMP!!

প্রথম প্রজন্মের আইফোনটি ৬৩ হাজার ডলারে বিক্রি হয়েছে

৬৩ হাজার ডলারে বিক্রি হলো প্রথম প্রজন্মের আইফোন

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি প্রথম প্রজন্মের আইফোন বাজারে এসেছিল ২০০৭ সালে। সে সময়ে বাজারে আসা মোড়কযুক্ত নতুন আইফোন স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যাও কম নয়। আর তাই প্রথম প্রজন্মের অব্যবহৃত আইফোনটির দাম ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করেছিল যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান এলসিজি অকশনস। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে ৬৩ হাজার ৩৫৬ ডলারে বিক্রি হয়েছে আইফোনটি। ২০০৭ সালে আইফোনটির দাম ছিল ৫৯৯ ডলার।

Also Read: মেসির স্বর্ণখচিত আইফোনের দাম জানেন কি

সাড়ে তিন ইঞ্চি পর্দার আইফোনটিতে ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং আট গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ২০০৭ সালে আইফোনটি উপহার পেয়েছিলেন কসমেটিক ট্যাটু শিল্পী ক্যারেন গ্রিন। প্রায় ১৫ বছর আগে উপহার পেলেও এত দিন আইফোনের মোড়ক না খুলে সযত্নে সংগ্রহে রেখেছিলেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Also Read: আইফোন আসল না নকল, যাচাই করবেন যেভাবে