Thank you for trying Sticky AMP!!

ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল মিলনায়তনে কর্মীদের ছবি নির্দিষ্ট আসনে দেখা যাবে।

ভিডিও কলের সময় আসনবিন্যাসের সুযোগ দেবে মাইক্রোসফট টিমস

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকে নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। কখনো আবার অফিসের গুরুত্বপূর্ণ বৈঠক করতে হয় ভিডিও কলের মাধ্যমে। বিভিন্ন অ্যাপের পাশাপাশি জনপ্রিয় প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কলের সময় পর্দায় অংশগ্রহণকারীদের ছবি ছোট ছোট ফ্রেমে দেখা যায়। এতে গুরুত্বপূর্ণ বৈঠকের সময় প্রতিষ্ঠানের কর্মীদের চিনতে সমস্যা হয় শীর্ষ কর্মকর্তাদের। সমস্যা সমাধানে ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল মিলনায়তনে কর্মীদের আসনবিন্যাসের সুযোগ দেবে ব্যবসায়িক যোগাযোগের প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস।

‘টুগেদার মোড’ নামের এ সুবিধায় কর্মীদের আসনবিন্যাসের জন্য একাধিক ভার্চ্যুয়াল মিলনায়তনের ছবি পাওয়া যাবে। ফলে ভিডিও কলের পটভূমিতে পছন্দের ভার্চ্যুয়াল মিলনায়তনের ছবি ব্যবহার করা যাবে। ভার্চ্যুয়াল মিলনায়তনের আসনগুলোতে কর্মীদের পদবি বা গুরুত্ব অনুযায়ী আসন বিন্যাস করলে ভিডিও কলের সময় কর্মীদের ছবি নির্দিষ্ট আসনে দেখা যাবে। ফলে সশরীর বৈঠকের আদলে কর্মীদের চেহারা দেখতে পাবেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, টুগেদার মোডের সাহায্যে সহকর্মীদের সঙ্গে একই রুমে বসে বৈঠকের অনুভূতি পাওয়া যাবে। এতে বর্তমানের চেয়ে আরও ভালোভাবে আলোচনা সম্ভব হবে। প্রাথমিকভাবে এ সুবিধা কাজে লাগিয়ে আট ব্যক্তির আসন বিন্যাস করা যাবে।
সূত্র: দ্য ভার্জ