মূল প্রশ্নের পাশাপাশি অদ্ভুত ও উদ্ভট প্রশ্ন করে থাকে গুগল
মূল প্রশ্নের পাশাপাশি অদ্ভুত ও উদ্ভট প্রশ্ন করে থাকে গুগল

গুগলে চাকরির সাক্ষাৎকারে যে প্রশ্নের উত্তর দিতে ভুল করেন অনেকে

চাকরি পাওয়ার জন্য সাক্ষাৎকার পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা যদি প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলে চাকরির জন্য হয়ে থাকে, তবে তো কথাই নেই। কারণ, প্রার্থীদের সৃজনশীলতা ও কল্পনাশক্তি যাচাই করার জন্য মূল প্রশ্নের পাশাপাশি অদ্ভুত ও উদ্ভট প্রশ্ন করে থাকে গুগল। এসব প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন, কেউ পারেন না। তবে একটি প্রশ্নের উত্তর বেশির ভাগ প্রার্থীই ভুল করেন। প্রশ্নটি করার আগে প্রার্থীদের কল্পনা করতে বলা হয়, তাদের শরীরের আকার একটি কয়েনের মতো হয়ে গেছে। তারপর তাদের একটি লম্বা ব্লেন্ডারের ভেতর ফেলে দেওয়া হয়েছে। তখন জিজ্ঞাসা করা হয়, ৬০ সেকেন্ডের মধ্যে ব্লেন্ডার চালু হওয়ার আগে আপনি পালানোর জন্য কী করবেন?

প্রশ্নটির উত্তরে অনেকেই বলেন, ব্লেন্ডার থেকে এক লাফেই বের হয়ে আসা যাবে। প্রায় সঠিক উত্তর হিসেবে বিবেচিত এই উত্তর আসলে ঠিক নয়। প্রশ্নটি সহজ বলে মনে হলেও সঠিক উত্তর দেওয়ার জন্য এক বৈজ্ঞানিক রহস্য আপনাকে জানতেই হবে। একজন মানুষ যদি একটি কয়েনের আকার ধারণ করে তাহলে ব্লেন্ডারের দেয়াল হবে মানুষের উচ্চতার প্রায় ১৫ গুণ, যা প্রায় আটতলা একটি ভবনের সমান লাফানোর সমতুল্য।

এই প্রশ্নের উত্তর জানতে বায়োমেকানিকসের জনক হিসেবে পরিচিত ১৭ শতকের বিজ্ঞানী আলফোনসো বোরেলির গবেষণা তথ্য বেশ কার্যকর। বোরেলি সেই সময় লক্ষ্য করেছিলেন, বিভিন্ন আকারের প্রাণী একই উচ্চতায় লাফ দেয়। ভর ও উচ্চতা যা–ই হোক না কেন কুকুর, বিড়াল, ঘোড়া কিংবা কাঠবিড়ালি সবাই প্রায় ১.২ মিটার বাতাসে লাফ দিতে পারে। এর প্রধান কারণ হচ্ছে, আমাদের পেশি আমাদের ভর অনুযায়ী শক্তি তৈরি করে। সেই হিসেবে কয়েন আকারে থাকার সময় বিশেষ পদ্ধতিতে ব্লেন্ডার থেকে লাফ দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন।

সাধারণ তত্ত্বে যদি আপনাকে একটি কয়েনের আকারে সংকুচিত করা হয় তবে আপনার শক্তি ও ওজনের অনুপাত অনেক বেশি হবে। তখন আপনি–আপনার উচ্চতার বহুগুণ দ্রুত লাফ দিতে পারবেন। তখন যেহেতু আপনার পা খুব ছোট হবে, তাই আপনার পা মাটি ছেড়ে যাওয়ার আগে আপনি খুব অল্প সময়ের জন্য মাটিতে ধাক্কা দেবেন। এতে অবশ্য আপনি ব্লেন্ডার থেকে একবারে বের হতে পারবেন না। ব্লেন্ডার থেকে বের হওয়ার জন্য আপনাকে উচ্চশক্তি ব্যবহার করে ব্লেন্ডারের ব্লেডকে স্প্রিংয়ের মতো ব্যবহার করে লাফ দিতে হবে। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে একবারে ব্লেডের ওপরে চাপ প্রয়োগ করলে আপনি বের হয়ে আসতে পারবেন।

এ বিষয়ে যুক্তরাজ্যের লিংকন ইউনিভার্সিটির ইনসেক্ট মোশন বিশেষজ্ঞ অধ্যাপক গ্রেগরি সাটন বলেন, আপনি শুধু পেশিকে এমন কিছু হিসেবে কল্পনা করেন যা শক্তি উৎপন্ন করে। তখন পেশি যান্ত্রিক শক্তি তৈরি করবে, যা বিভিন্ন প্রাণীকে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত লাফাতে সাহায্য করে। যদি সেই প্রাণীটি আকারের অর্ধেক হয়, তার অর্ধেক শক্তি থাকবে। তখন তা অর্ধেক ভর দিয়ে একই উচ্চতায় লাফ দিতে পারবে। একটি ঘাসফড়িং প্রায় এক মিটার উঁচুতে লাফ দিতে পারে। ফড়িং দুটি হাত ধরে - দ্বিগুণ ভর ও দ্বিগুণ পেশি নিয়ে এক মিটার উঁচুতে লাফ দিতে পারে।

সূত্র: ডেইলি মেইল