আইফোন ১৭ নিয়ে প্রযুক্তি বিশ্বে আলোচনার ঝড়। কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসছে বিশেষ পাতলা সংস্করণ আইফোন ১৭ এয়ার। তবে দাবি করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অনেক আগে থেকেই এমন সুবিধা পেয়ে আসছেন। যেমন, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ একটি অতি পাতলা ফোন। এ ছাড়াও, ভেপার চেম্বার কুলিং, ১২০ হার্টজ ডিসপ্লে, ১২ জিবি র্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচারগুলো অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই বিদ্যমান। তাহলে আইফোন ১৭ এয়ার–এ কি আছে?