আরসিএর মেইনফ্রেম কম্পিউটারে নতুনত্ব ছিল
আরসিএর মেইনফ্রেম কম্পিউটারে নতুনত্ব ছিল

প্রযুক্তির এই দিনে: ১৭ সেপ্টেম্বর

আইবিএমকে হারাতে গিয়ে বিপুল লোকসান দিয়ে চলে গেল আরসিএ

ছোট ছোট কম্পিউটার নির্মাতার জোট হয়েছিল আরসিএ নামে। উদ্দেশ্য ছিল কম্পিউটার বাজারে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনকে টেক্কা দেওয়া। এই জোটে ছিল হানিওয়েল, কন্ট্রোল ডেটা করপোরেশন, ইউনিভ্যাক, বুরাফস, এনসিআর ও জেনারেল ইলেকট্রিক।

১৭ সেপ্টেম্বর ১৯৭১
আইবিএমকে হারাতে গিয়ে বিপুল লোকসান দিয়ে চলে গেল আরসিএ
ছোট ছোট কম্পিউটার নির্মাতার জোট হয়েছিল আরসিএ নামে। উদ্দেশ্য ছিল কম্পিউটার বাজারে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনকে টেক্কা দেওয়া। এই জোটে ছিল হানিওয়েল, কন্ট্রোল ডেটা করপোরেশন, ইউনিভ্যাক, বুরাফস, এনসিআর ও জেনারেল ইলেকট্রিক।

আরসিএ ৭০ কম্পিউটার
সংগৃহীত

আরসিএর উদ্দেশ্য ছিল মেইনফ্রেম কম্পিউটার বাজারে আইবিএমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। কিন্তু ৪৯ কোটি মার্কিন ডলার লোকসান গোনার পর আরসিএ আর বাজারে টিকতে পারেনি।

আইসি ব্যবহার করে প্রথম বাণিজ্যিক কম্পিউটার স্পেকট্রা

আরসিএর স্পেকট্রা ৭০/৪৫ কম্পিউটার বাজারে আনা হয়েছিল আইবিএম ৩৬০ কম্পিউটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে। এটি ছিল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করে তৈরি প্রথম বাণিজ্যিক কম্পিউটার। স্পেকট্রার কিছু বাড়তি সুবিধা ছিল একাধিক ধরনের সিস্টেমের সফটওয়্যার দিয়ে কাজ করার। কিন্তু এর অপারেটিং সিস্টেম দুই ঘরানার সফটওয়্যার চালাতে ব্যর্থ হয়। এসব কারণে কম্পিউটার বাজার থেকে আরসিএর বিদায়ঘণ্টা বাজে।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি