Thank you for trying Sticky AMP!!

স্মার্টঘড়ি থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি কল গ্রহণও করা যাবে

স্মার্টঘড়িতেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

স্মার্টফোন, ল্যাপটপ ও কম্পিউটারের পাশাপাশি এবার ওয়্যারওএসে (স্মার্ট ঘড়ির অপারেটিং সিস্টেম) চলা স্মার্টঘড়িতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এত দিন পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিরা ব্যবহারের সুযোগ পেলেও এবার সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

নতুন এ সুবিধা চালুর ফলে স্মার্টঘড়ি থেকে হোয়াটসঅ্যাপে বার্তা ও ইমোজি আদান–প্রদান,নোটিফিকেশন পড়ার পাশাপাশি কল গ্রহণও করা যাবে। ফলে চলতি পথে সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য জানানো যাবে পরিচিতদের। ফোন বা কম্পিউটারের মতোই এন্ড টু এন্ড এনক্রিপশন করে বার্তা আদান-প্রদান করা হবে ওয়্যারওএসে। ফলে স্মার্টঘড়িতে আদান-প্রদান করা সব তথ্য নিরাপদ থাকবে।

Also Read: হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করবেন যেভাবে

ওয়্যারওএস ৩ অপারেটিং সিস্টেমে চলা যে কোনো প্রতিষ্ঠানের তৈরি স্মার্টঘড়িতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এ জন্য স্মার্টঘড়িতে হোয়াটসঅ্যাপের ২.২৩.১৪.৮১ সংস্করণ ইনস্টলের পর নির্দিষ্ট কোড ব্যবহার করে ফোনের সঙ্গে স্মার্টঘড়ির সংযোগ দিতে হবে। অর্থাৎ ফোনের মাধ্যমে স্মার্টঘড়িতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে।

Also Read: হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বরের কল এড়াবেন যেভাবে

ওয়্যারওএসে চলা স্মার্টঘড়িতে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ চালুর ফলে হাতের কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও জরুরি তথ্যগুলো দ্রুত জানা যাবে। ফলে বন্ধু বা পরিচিতদের হালনাগাদ তথ্য জানার পাশাপাশি তাদের সঙ্গে দ্রুত যোগাযোগের সুযোগ মিলবে। নতুন এ সুবিধা অ্যাপলের ওয়াচওএস অপারেটিং সিস্টেমের জন্য কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি মেটা।
সূত্র: গ্যাজেটস৩৬০