Thank you for trying Sticky AMP!!

স্পেশাল ওপেন ডে’ আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে গেম, অ্যানিমেশন ও কার্টুন তৈরি শিখল শিশুরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গত রবিবার ‘স্পেশাল ওপেন ডে’ আয়োজনের মাধ্যমে শিশুদের স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)। রাজধানীর ধানমন্ডিতে মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীকে খেলার ছলে স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে গেম, অ্যানিমেশন ভিডিও ও কার্টুন তৈরির কৌশল শেখানো হয়। আজ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিওএসএন।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ‘স্পেশাল ওপেন ডে’–তে রোবট প্রদর্শনের পাশাপাশি শিশুদের রোবট নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশলও শেখানো হয়। শিশুদের মেধার বিকাশ ঘটাতে বিভিন্ন পাজল গেম, রুবিকস কিউবসহ সুডোকু নিয়েও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্পেশাল ওপেন ডের বিভিন্ন অনুষ্ঠানে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান ও কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদ উপস্থিত ছিলেন। মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব), বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং স্ক্র্যাচ বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়।