পৃথিবীর শীতলতম জায়গা অ্যান্টার্কটিকা মহাদেশ
পৃথিবীর শীতলতম জায়গা অ্যান্টার্কটিকা মহাদেশ

উত্তর আটলান্টিক মহাসাগরে বিপুল পরিমাণ ন্যানোপ্লাস্টিকের সন্ধান

উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় ২ কোটি ৭০ লাখ টন ন্যানোপ্লাস্টিক পাওয়া গেছে বলে জানিয়েছেন রয়্যাল নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর সি রিসার্চ (এনআইওজেড) ও উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁদের মতে, বিপুল পরিমাণ এই প্লাস্টিক সামুদ্রিক জীবন ধ্বংস করছে। এ ছাড়া মানবদেহে প্রবেশ করার মাধ্যমে মানবজাতির জন্যও ক্ষতির কারণ হচ্ছে।

বিজ্ঞানীরা বড় প্লাস্টিকের ভাঙন ও অন্যান্য উৎস থেকে উদ্ভূত প্লাস্টিক কণার কারণে সমুদ্রের খাদ্যশৃঙ্খলের প্রভাব জানার চেষ্টা করছেন। এসব কণার অনুপ্রবেশ মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিভিন্ন প্রাণীর টিস্যুতে প্রবেশ করতে পারে এসব কণা। উত্তর আটলান্টিক মহাসাগরে থাকা ন্যানোপ্লাস্টিক এক মাইক্রোমিটারের চেয়ে ছোট। ফলে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো সামুদ্রিক বাস্তুতন্ত্রের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও গুরুতর হুমকি তৈরি করছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, আরভি পেলাগিয়া নামের একটি জাহাজে চড়ে সমুদ্রের পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর এক মাইক্রোমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা ফিল্টার করতে ব্যবহার করা হয়েছে উন্নত ম্যাস স্পেকট্রোমেট্রি কৌশল। এই গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো সামুদ্রিক পরিবেশে ন্যানোপ্লাস্টিকের সঠিক মাত্রা চিহ্নিত করা হয়েছে।

ন্যানোপ্লাস্টিক উত্তর আটলান্টিক এলাকায় একাধিক স্থান দিয়ে সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রবেশ করছে। এসব কণা প্রায়ই সূর্যালোকের সংস্পর্শে আসা বৃহত্তর প্লাস্টিকের ধ্বংসাবশেষ ভেঙে যাওয়ার ফলে তৈরি হচ্ছে। ব্যাকটেরিয়া থেকে মাছের মধ্যেও এসব কণার প্রবেশ ঘটছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে ক্ষুদ্র আকার ও ব্যাপক উপস্থিতির কারণে এসব কণা পরিষ্কার করা কার্যত অসম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া