Thank you for trying Sticky AMP!!

ইলন মাস্কের টুইটার অধিগ্রহণ প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আলোচিত ছিল

টুইটার কিনলেন ইলন মাস্ক

২৫ এপ্রিল ২০২২

৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার কিনে নেন মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

২৫ এপ্রিল ১৯৬১

দ্য ইউএস পেটেন্ট অফিস ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির পেটেন্ট স্বত্ব রবার্ট নরটন নয়েসকে প্রদান করে।

২৫ এপ্রিল ২০১৪

৭১৭ কোটি মার্কিন ডলারে মাইক্রোসফট ও নকিয়ার ডিভাইস ও সার্ভিসেস বিজনেস বিভাগের চুক্তি সম্পন্ন হয়।

২৫ এপ্রিল ২০২২
টুইটার কিনলেন ইলন মাস্ক
৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার কিনে নেন মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ২০২২ সালের ২৮ অক্টোবর এই বিকিকিনি প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২২ সালের জানুয়ারি থেকেই টুইটারের শেয়ার কেনা শুরু করেন মাস্ক। এপ্রিলের মধ্যে তিনি প্রতিষ্ঠানটির ৯ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিক হন। টুইটার মাস্ককে তাদের পরিচালনা পর্ষদে যোগদানের আমন্ত্রণ জানায়। প্রথমে তিনি রাজি হয়ে পরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অযাচিতভাবে ১৪ এপ্রিল টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন ইলন মাস্ক। টুইটার পরিচালনা পর্ষদ এই প্রস্তাবকে ‘পয়জন পিল’কৌশল হিসেবে আখ্যায়িত করে। তবে শেষ পর্যন্ত ২৫ এপ্রিল ইলন মাস্কের ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার প্রস্তাব গৃহীত হয় পরিচালনা পর্ষদে।

টুইটার এখন এক্স

কেনার পরপরই মাস্ক টুইটারে নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করার, এর অ্যালগরিদম উন্মুক্ত (ওপেন সোর্স) করা, স্প্যামবট অ্যাকাউন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেন। জুলাই মাসে টুইটার কেনার চুক্তি বাতিলের ঘোষণা দেন ইলন মাস্ক। দ্রুতই চুক্তিভঙ্গের অভিযোগ এনে ডেলাওয়ারের আদালতে মামলা করে টুইটার। ১৭ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করা হয়। শুনানির এক সপ্তাহ আগে আবার উল্টো ঘোষণা দেন ইলন মাস্ক। তিনি টুইটার অধিগ্রহণে এগিয়ে যেতে চান। ২০২২ সালের ২৮ অক্টোবর ইলন মাস্কের টুইটার অধিগ্রহণ সম্পন্ন হয়। প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন ইলন মাস্ক। টুইটার নতুন গঠিত মূল প্রতিষ্ঠান এক্স করপোরেশনে একীভূত হয়ে যায়। টুইটারের নাম বদলে রাখা হয় ‘এক্স’। মাস্ক দায়িত্ব ছেড়ে দিয়ে ২০২৩ সালের জুলাই মাসে লিন্ডা ইয়াক্যারিনোকে এক্সের সিইও হিসেবে নিয়োগ দেন। ইলন মাস্ক এখন এক্সের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবার্ট নয়েস

২৫ এপ্রিল ১৯৬১
ইন্টিগ্রেটেড সার্কিটের পেটন্ট পেলেন রবার্ট নয়েস
জ্যাক কিলবির সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের দ্য ইউএস পেটেন্ট অফিস ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির পেটেন্ট স্বত্ব রবার্ট নরটন নয়েসকে প্রদান করে। কিলবি জারমেনিয়াম সংস্করণের সার্কিট উদ্ভাবন করেছিলেন। অন্যদিকে নয়েস উদ্ভাবন করেছিলেন সিলিকনভিত্তিক ইন্টিগ্রেটেড সার্কিট। নয়েসের আইসি বেশি গ্রহণযোগ্যতা পায়। কম্পিউটারে ব্যবহৃত ট্রানজিস্টরকে প্রতিস্থাপিত করেছিল আইসি। ফলে কম্পিউটারের আকার উল্লেখযোগ্য হারে ছোট হয়ে আসে।

নকিয়ার মোবাইল ফোন ব্যবসা অধিগ্রহণ করে মাইক্রোসফট

২৫ এপ্রিল ২০১৪
মাইক্রোসফটের নকিয়া অধিগ্রহণ চুক্তি সম্পন্ন
৭১৭ কোটি মার্কিন ডলারে মাইক্রোসফট ও নকিয়ার ডিভাইস ও সার্ভিসেস বিজনেস বিভাগের চুক্তি সম্পন্ন হয়। মূলত ধুঁকতে থাকা নকিয়ার মুঠোফোন ব্যবসা কিনে নেয় মাইক্রোসফট করপোরেশন। কেনার পর এর নাম রাখা হয় ‘মাইক্রোসফট মোবাইল’। এই চুক্তি সম্পন্ন হওয়ার ফলে নকিয়া যন্ত্রের নকশা, উৎপাদন, বিক্রয়, বিপণন ও সেবা বিভাগ মাইক্রোসফটের অংশ হয়ে যায়। ফিনল্যান্ডের ৪ হাজার ৭০০ কর্মীসহ নকিয়ার ৩২ হাজার কর্মীও মাইক্রোসফটের অধীনে চলে আসেন।