উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য বিকল্প পদ্ধতি চালু করেছে মাইক্রোসফট
উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য বিকল্প পদ্ধতি চালু করেছে মাইক্রোসফট

উইন্ডোজ ১০-এর সহায়তা সমর্থন শেষ হচ্ছে অক্টোবরে, তবে বিকল্পও আছে

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সমর্থন শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে। ১৪ অক্টোবরের পর এই অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ করবে না মাইক্রোসফট। তাই ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ ১১-তে হালনাগাদ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি উইন্ডোজ ১০-এর জন্য বিকল্প এক পদ্ধতি চালু করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে ব্যবহারকারীরা তাঁদের বর্তমান কম্পিউটারেই উইন্ডোজ ১০ আরও এক বছর বিনা মূল্যে চালাতে পারবেন।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০–এর জন্য এক্সটেনডেড সিকিউরিটি আপডেটস বা ইএসইউ নামের একটি সেবা চালু হচ্ছে। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিবছর ৩০ মার্কিন ডলার খরচে নিরাপত্তা হালনাগাদ করতে পারবেন। এ ছাড়াও নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এক বছরের জন্য উইন্ডোজ ১০ বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এ জন্য মাইক্রোসফট রিওয়ার্ডস প্রোগ্রামে কমপক্ষে ১ হাজার পয়েন্ট অর্জন করতে হবে অথবা নিজের কম্পিউটারের তথ্য উইন্ডোজ ক্লাউডে সংরক্ষণ করতে হবে।

রিওয়ার্ড পয়েন্ট অর্জনের জন্য ব্যবহারকারীদের একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর ‘বিং’ সার্চ ইঞ্জিন ব্যবহার করে সার্চ করা, মাইক্রোসফট স্টোরে কেনাকাটা, এক্সবক্স গেম খেলা কিংবা অন্যান্য নির্ধারিত কাজের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করা যাবে। তবে এ পদ্ধতিতে ১ হাজার পয়েন্ট অর্জন করা সহজ কাজও নয়। এর জন্য নিয়মিত ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

বিনা মূল্যে সমর্থনসুবিধা পেতে হলে ২০২৫ সালের অক্টোবরের মধ্যেই পয়েন্ট ব্যবহার করে সেবা নিতে হবে। অন্যদিকে যাঁরা ক্লাউড ব্যাকআপের পদ্ধতি বেছে নিতে চান, তাঁদের জন্য ৫ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেবে মাইক্রোসফট। তবে এই পরিমাণ স্টোরেজ অনেক ব্যবহারকারীর জন্য যথেষ্ট না-ও হতে পারে। ফলে অতিরিক্ত তথ্য সংরক্ষণের জন্য আলাদা স্টোরেজ প্ল্যান কিনতে হতে পারে।
সূত্র: নিউজ১৮