Thank you for trying Sticky AMP!!

স্যার টিম বার্নার্স–লি

সার্নে সফলভাবে ওয়েব সার্ভার স্থাপন

২৫ ডিসেম্বর ১৯৯০

সুইজারল্যান্ডের জেনেভায় সার্নে পৃথিবীর প্রথম ওয়েব সার্ভার সফলভাবে স্থাপন করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নার্স–লি।

২৫ ডিসেম্বর ২০১২

নিজেদের একটি বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানে স্টাক্সনেট ধাঁচের নতুন একটি কম্পিউটার ভাইরাসের হামলা ঠেকিয়ে দিতে সক্ষম হয় ইরান।

২৫ ডিসেম্বর ১৯৯০
সার্নে সফলভাবে ওয়েব সার্ভার স্থাপন
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত নিজের কর্মস্থল ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ—সার্নে পৃথিবীর প্রথম ওয়েব সার্ভার সফলভাবে স্থাপন করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নার্স–লি। এই সার্ভার সার্ন এইচটিটিপিডি (হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল ডেমন) নামে পরিচিত ছিল।

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ (ডানে) একটি ইউরেনিয়াম এনরিচমেন্ট সেন্ট্রিফিউজ পরিদর্শন করছেন

২৫ ডিসেম্বর ২০১২
সাইবার হামলা প্রতিহত করে ইরান
নিজেদের একটি বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানে স্টাক্সনেট ধাঁচের নতুন একটি কম্পিউটার ভাইরাসের হামলা ঠেকিয়ে দিতে সক্ষম হয় ইরান। ইরানের দক্ষিণাঞ্চলের প্রতিষ্ঠানটিতে বড় ধরনের হামলাই হয়েছিল। ২০১০ সালে রাজধানী তেহরানে যে স্টাক্সনেট হামলা হয়েছিল, তারই ধারাবাহিকতায় নতুন হামলা হয়েছিল বলে ধারণা করা হয়। সেই হামলা হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায়।