Thank you for trying Sticky AMP!!

ঘোস্ট ফোন গেম

ভূত দেখা যাবে স্ন্যাপচ্যাটে

ভৌতিক গল্প বা গেমপ্রিয় স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের জন্য সুখবর। স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে ঘরের আনাচে–কানাচে লুকিয়ে থাকা ভূতের সন্ধান দেবে স্ম্যাপচ্যাট। এ জন্য প্রথমবারের মতো অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তির গেম উন্মুক্ত করেছে স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ।

Also Read: কম্পিউটারেও ব্যবহার করা যাবে স্ন্যাপচ্যাট

‘ঘোস্ট ফোন’ নামের গেমটির কাহিনি গড়ে উঠেছে একটি স্মার্টফোন ঘিরে। স্মার্টফোনটির আগের মালিকের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা জানা যাবে গেমটিতে। শুধু তা–ই নয়, গেম খেলার সময় নিজেদের ঘরের বিভিন্ন অংশে ভূতসহ গেমের চরিত্রগুলোকে চলাফেরা করতে দেখা যাবে।

Also Read: ৩৭৩ টাকায় স্ন্যাপচ্যাট প্লাস

অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিনির্ভর হওয়ায় গেমটির বিভিন্ন চরিত্র গতানুগতিক স্মার্টফোন গেমের তুলনায় জীবন্ত রূপে দেখা যাবে। এ জন্য বাড়তি কোনো যন্ত্রও ব্যবহার করতে হবে না। শুধু তা–ই নয়, গেম খেলার সময় কেউ বার্তা পাঠালে সেগুলো পড়ারও সুযোগ মিলবে।

সূত্র: দা ভার্জ

Also Read: লাইভ লোকেশনের তথ্য জানাবে স্ন্যাপচ্যাট